You dont have javascript enabled! Please enable it!

স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য বঙ্গবন্ধু জেনেভা যাবেন

লন্ডন ক্লিনিকে অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্রুত আরোগ্য লাভ করছেন। আগামি ১০ দিনের মধ্যেই তিনি ক্লিনিক ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে। বঙ্গবন্ধু স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য লন্ডন হতে জেনেভা গমন করবেন। তিনি কখন জেনেভা যাবেন এবং কতদিন সেখানে অবস্থান করবেন তা এখনও ঠিক হয় নাই। আজ সকালে স্বাস্থ্য বুলেটিনে বলা হয় যে, বঙ্গবন্ধু গতরাত শান্তি তে কাটিয়েছেন। সকালে তিনি প্রায় এক ঘণ্টাকাল চেয়ারে বসে কাটান। নিজের শয্যার চারপাশে তিনি সাহায্য নিয়ে কিছুটা পায়চারি করেন। সকালে কমলার রস, ডিম, রুটি ও লেবু সহযোগে চা পান করে তিনি নাস্তা করেন। সন্ধ্যায় তিনি কিছুক্ষণ টেলিভিশন দেখেন। জানা গেছে যে, বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী স্যার অ্যালেক ডগলাস হিউম আগামি মঙ্গলবারে বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করবেন। বাংলাদেশের ঘটনাপ্রবাহ সম্পর্কে বঙ্গবন্ধুকে অবহিত রাখার জন্য বাংলাদেশ হাইকমিশন বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে। এই উদ্দেশ্যে ঢাকার সাথে দ্বিমুখী টেলেক্স সার্ভিস চালু রাখা হয়েছে। বঙ্গবন্ধুর দ্রুত আরোগ্য কামনা করে বৃটেনের বিরোধীদলীয় নেতা মি. উইলসন এবং আগাখানসহ অনেকেই ফুলের তোড়া পাঠিয়েছেন।৬

রেফারেন্স: ৩ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!