You dont have javascript enabled! Please enable it!

জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ- সৈয়দ নজরুল ইসলাম

সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির গুরুতর অবনতির পরিপ্রেক্ষিতে সেখানকার অধিবাসীদের নিরাপদ স্থানে অপসারণ ও সাহায্যের ব্যাপারে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য অস্থায়ী প্রধানমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম মিনি বালকার স্পিডবোটসহ বিভিন্ন নৌযান দ্রুত দুর্গত এলাকায় প্রেরণের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার গণভবনে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে অস্থায়ী প্রধানমন্ত্রী সিরাজগঞ্জ ও জামালপুরের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করে বন্যাদুর্গত অঞ্চলসমূহে বিমান হতে খাদ্যশস্য নিক্ষেপসহ সম্ভাব্য সকল উপায়ে খাদ্যবস্তু প্রেরণের ব্যবস্থা করার জন্য খাদ্য দফতরকে নির্দেশ দিয়েছেন।
ক্ষতিগ্রস্ত এলাকার জনসাধারণের ত্রাণকার্যে জেলা কর্তৃপক্ষকে সর্বাত্মক সাহায্য প্রদানের জন্য সাহায্য ও পুনর্বাসন দফতরের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এই উচ্চ পর্যায়ের বৈঠকে সিরাজগঞ্জের জন্য পূর্ববর্তী বরাদ্দকৃত ২০ হাজার টাকা ছাড়া আরও ১ লক্ষ টাকা মঞ্জুর করা হয়। এছাড়া বিনামূল্যে বিতরণের জন্য ৩০ হাজার মণ গমও বরাদ্দ করা হয়। জামালপুরের জন্য ৭ হাজার মণ গম ও ৮০ হাজার টাকা মঞ্জুর করা হয়েছে। সিরাজগঞ্জকে রক্ষা করা হবেই : গতরাত্রে একজন সরকারি মুখপাত্র জানিয়েছেন যে, যমুনার করাল গ্রাস হতে সিরাজগঞ্জ শহরকে যেভাবেই হোক রক্ষা করার জন্য সরকার বদ্ধপরিকর। মুখপাত্রটি বলেন, সিরাজগঞ্জ শহরকে রক্ষা করার পরিকল্পনা বাদ দেওয়ার প্রশ্নই উঠে না, কারণ শহরটি রক্ষা করার ব্যাপারে যাবতীয় প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে এবং ইঞ্জিনিয়ারসহ অন্যান্য শ্রমিক ও কর্মচারীরা দিবারাত্র পরিশ্রম করে চলেছেন।২

রেফারেন্স: ১ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!