বঙ্গবন্ধুর দেহে সফল অস্ত্রোপচার
লন্ডন ক্লিনিকে বঙ্গবন্ধুর দেহে সফল অস্ত্রোপচার সুসম্পন্ন হয়েছে। বাংলাদেশের লন্ডনস্থ হাইকমিশনার সৈয়দ আবদুস সুলতান রাত সোয়া ১১টায় লন্ডন থেকে টেলিফোন যোগে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী জনাব আবদুস সামাদকে জানিয়েছেন যে, অস্ত্রোপচারের পর বঙ্গবন্ধুর শারীরীক লক্ষণ সমূহ উৎসাহ ব্যাঞ্জক দেখা যাচ্ছে। অস্ত্রোপচারের জন্য অবশ করার উদ্দেশ্যে এনেসথেসিয়া করার অব্যবহিত আগে বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের কথা দু’বার স্মরণ করেন। জাতির পিতা দু’বারই বলেন, “তোমরা সবাই আমার বাংলাদেশের গরিবদেরকে দেখো।” বঙ্গবন্ধুর দেহে অস্ত্রোপচার করে পিত্তকোষ থেকে একটি পাথর অপসারণ করেছেন। এছাড়া ভবিষ্যতে এপেন্ডিসাইটিস রোগের আশঙ্কা থেকে মুক্তি হওয়ার জন্য এপেন্ডিক্স (অন্ত্রনালী বর্ধিত অংশ) অস্ত্র প্রচার করে অপসারণ করা হয়েছে এই অস্ত্রোপচারের জন্য দুই ঘণ্টা সময় লাগে। অস্ত্রোপচারে রাণী এলিজাবেথের ব্যক্তিগত চিকিৎসক স্যার মুরকে সাহায্য করেন, বিখ্যাত বৃটিশ গ্যাসট্রোন্তি লটিষ্ট স্যার ক্রান্সিস এভারী জোন্স এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক নুরুল ইসলাম। অস্ত্রোপচারের পর অধ্যাপক নুরুল ইসলাম বলেন “অস্ত্রোপচার সফল হয়েছে।“ একটি পাথর অপসারণ করা হয়েছে এবং এই সুযোগে তার এপেন্ডিক্সও অপসারণ করা হয়েছে। চিকিৎসকরা আরও জানান যে, অস্ত্রোপচারের পর অবস্থা অত্যন্ত ভাল রয়েছে এবং তার অস্ত্রোপচারকালীন অবশ অবস্থা অল্পক্ষণের মধ্যেই দূর হবে বলে আশা করা যাচ্ছে। অস্ত্রোপচারের সময় বেগম মুজিব তাদের পুত্র শেখ কামাল, ভাগ্নে শেখ ফজলুল হক মনি, যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ আবদুস সুলতান এবং বেগম সুলতান অস্ত্রোপচার কক্ষের পাশে ছিলেন। ক্লিনিকের নিচের তলায় তখন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারীরা উদ্বেগাকুল চিত্তে অপেক্ষা করছিলেন। অধ্যাপক নুরুল ইসলাম বলেন যে, অস্ত্রোপচার সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে এবং অন্য কোনো রকম কিছু ঘটেনি। অস্ত্রোপচারের অল্পক্ষণ পর জনৈক নার্স উপস্থিত উদগ্রীব বন্ধুবান্ধব শুভানুধ্যায়ী ও বাংলাদেশের নাগরিকদের কাছে জানান তার অবস্থা চমৎকার। উক্ত নার্স অস্ত্রোপচারের সময় চিকিৎসকদের সঙ্গে উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর সফল অস্ত্রোপচারের খবর ফরিদপুর জেলার টুঙ্গিপাড়া গ্রামে তার মায়ের কাছে পৌছে দেয়া হয়েছে।
লন্ডনে বিশেষ প্রার্থনা : বৃটেনে প্রবাসী হাজার হাজার বাঙালি ও বহু সংখ্যক বৃটিশ বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ী বিভিন্ন মসজিদে জমায়েতে হয়ে বঙ্গবন্ধুর জন্য প্রার্থনা করেন। এছাড়া সকালে পশ্চিম লন্ডনে একটি গীর্জায় ক্যাথোলিক বন্ধুবান্ধবরা বিশেষ প্রার্থনা করেন।১১২
রেফারেন্স: ৩০ জুলাই ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ