জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভ সমর্থন দানে রাষ্ট্র প্রধানদের কাছে বঙ্গবন্ধুর পত্র
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিকিৎসার জন্যে লন্ডন যাত্রার পথে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রসমূহের প্রধানদের কাছে চিঠি লিখেছেন, এই চিঠিতে তিনি জাতিসংঘের বাংলাদেশের সদস্যপদ লাভের ব্যাপারে তাদের সমর্থন দানে আবেদন জানান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব আবদুস সামাদ ঢাকায় অবস্থানরত নিরাপত্তা পরিষদের সদস্য ৭টি দেশের কূটনৈতিক মিশনের প্রধানকে পৃথক পৃথক ভাবে ডেকে পাঠান এবং তাদের হাতে বঙ্গবন্ধুর লিপি প্রদান করেন। পররাষ্ট্রমন্ত্রী গত দুই দিনে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স, জাপান, যুগোশ্লাভিয়া, যুক্তরাজ্য ও ভারতের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়ে এই লিপি হস্তান্তর করেছেন। নিরাপত্তা পরিষদের অপরাপর সদস্য রাষ্ট্র প্রধানদের নিকটও অনুরূপ চিঠি পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রী অনুরূপ আবেদন ইতোমধ্যেই নিরাপত্তা পরিষদের স্থায়ী ৪টি সদস্য রাষ্ট্র প্রধানদের কাছে প্রেরিত হয়েছে। কিন্তু অপর স্থায়ী সমস্যা রাষ্ট্র চীন এখন পর্যন্ত বাংলাদেশের স্বীকৃতি দেয়নি। ইতোপূর্বে গত ১২ জুলাই পররাষ্ট্রমন্ত্রী জনাব আবদুস সামাদ সদস্য রাষ্ট্রসমূহের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে অনুরূপ আবেদন পত্র পাঠিয়েছেন। আগস্ট মাসের প্রথম সপ্তাহে কোনো এক সময়ে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদের জন্য আনুষ্ঠানিক ভাবে আবেদন করবে।১০২
রেফারেন্স: ২৭ জুলাই ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ