যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে কোনো বহিঃশক্তি চাপ দিচ্ছে কি?
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ সংবাদপত্রের প্রদত্ত এক বিবৃতিতে নরঘাতক পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে বাংলাদেশ সরকারের নীরবতার সমালোচনা করেছেন। বিবৃতিতে তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলেন যে, কেন এবং কোনো কারণে সরকার এই নীরবতা পালন করছে তা আমরা জানি না। যুদ্ধাপরাধীদের বিচারে বাংলাদেশ সরকার গড়িমসি ও শৈথিল্য প্রদর্শন করলে তা এক ক্ষমাহীন অপরাধ বলে গণ্য হবে। সরকারের এই নিষ্ঠুর ভূমিকার পিছনে কোনো সাম্রাজ্যবাদী শক্তির চাপ ও হস্তক্ষেপ রয়েছে কি না দেশবাসীকে তা জানানোর জন্য তিনি দাবি জানিয়েছেন।১০৪
রেফারেন্স: ২৭ জুলাই ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ