You dont have javascript enabled! Please enable it! 1972.07.26 | অস্ত্রোপচরের জন্যে বিলেত যাত্রার প্রাক্কালে দেশবাসীর প্রতি বঙ্গবন্ধুর বাণী | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

অস্ত্রোপচরের জন্যে বিলেত যাত্রার প্রাক্কালে দেশবাসীর প্রতি বঙ্গবন্ধুর বাণী

অসুস্থ বঙ্গবন্ধু চিকিৎসার জন্য লন্ডন গেছেন। যাবার আগে এক বিদায় বাণীতে তিনি “দলমত জe ধর্ম নির্বিশেষে সবরকম ভেদাভেদ ভুলে বাংলাদেশেকে গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করার জন্য” জনগণের কাছে আবেদন জানিয়েছেন। এ বাণী তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ সংস্থার মাধ্যমে দিয়েছেন। তিনি বলেন, ডাক্তারদের পরামর্শে বাধ্য হয়ে আমি আজ চিকিৎসার জন্য বিদেশে চিড়। “আমি বাংলাদেশকে গড়ার কাজে যখন সবেমাত্র হাত দিয়েছি তখনি আমাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হচ্ছে।” “আমার বিশ্বাস আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে খুব শীঘ্র আরোগ্য লাভ করে দেশের মাটিতে ফিরে আসব।” “বাংলাদেশের মানুষ হচ্ছে আমার প্রাণ-এদের সুন্দর ও সুখী ভবিষ্যৎ হচ্ছে আমার সাধনা। তাই আমি আমার সমস্ত জীবনই আপনাদের সেবায় উৎসর্গ করেছি।” “আসুন, আমরা দলমত, জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সব রকম ভেদাভেদ ভুলে বাংলাদেশকে গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করি।” “আপনারা আমাকে দোয়া করবেন। খোদা হাফেজ’।৯৮

রেফারেন্স: ২৬ জুলাই ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ