You dont have javascript enabled! Please enable it!

পিত্তপাথুরীর অস্ত্রোপচারের জন্য বঙ্গবন্ধুর আজ লন্ডন যাত্রা

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব পিত্তপাথুরীতে ভুগছেন। তার অস্ত্রোপচার দরকার। আজ তাই তিনি লন্ডন যাচ্ছেন। এয়ার ইন্ডিয়ার একটা বিশেষ বিমান সকাল ৯টায় বঙ্গবন্ধুকে নিয়ে ঢাকা ছেড়ে যাবে। তিনি সেখানে পৌছে খুব সম্ভবতঃ কোনো এক ক্লিনিকে ভর্তি হবেন। অস্ত্রোপচারের আগে তাকে কয়েকদিন পর্যাবেক্ষণে রাখা হবে। বঙ্গবন্ধুর সঙ্গে আজ বেগম শেখ মুজিব, তার তিন পুত্র এবং দুই কন্যাও যাচ্ছেন। এ ছাড়া তার সেক্রেটারি জনাব রফিকুল্লাহ চৌধুরী, পি আর ও জনাব আবুল হাশিম ও পোস্ট গ্রাজুয়েট মেডিক্যাল ইনস্টিটিউটের ডিরেক্টর ড. নূরুল ইসলামও সঙ্গে থাকছেন। ড, ইসলাম জানান, “সফরের ধকল তার সইবে। আমি নিশ্চিত যে, চিকিৎসায় ভাল ফল পাওয়া যাবে।” এই অবস্থায় অনুমিত হচ্ছে লন্ডনে বঙ্গবন্ধু দু’সপ্তাহ থাকবেন।
সৈয়দ নজরুল প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন : তার এই অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নির্বাহ করবেন সৈয়দ নজরুল ইসলাম। মন্ত্রিসভার বৈঠকে তিনি সভাপতিত্ব করবেন। অন্যান্য মন্ত্রণালয়ের যেসব কাজ প্রধানমন্ত্রীর দেখা দরকার সৈয়দ নজরুল তাও দেখবেন। অবশ্য অসুস্থ থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী জরুরি কিছু ফাইল পত্র দেখেন। আত্মীয় পরিজনসহ অনেক লোক গতরাত্রে ১০টা পর্যন্ত তার সাথে দেখা করেন। এর আগে বিকালে রাষ্ট্রপ্রধান আবু সাঈদ চৌধুরী তার সাথে দেখা করতে আসেন। পররাষ্ট্রমন্ত্রী জনাব সামাদও দেখা করেছেন।৯৪

রেফারেন্স: ২৫ জুলাই ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!