You dont have javascript enabled! Please enable it! 1972.07.24 | ভারত চলতি সালে সাড়ে ৬ লাখ টন গম বাংলাদেশে রপ্তানি করবে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

ভারত চলতি সালে সাড়ে ৬ লাখ টন গম বাংলাদেশে রপ্তানি করবে

ওয়াশিংটন। মাত্র কয়েক বছর আগেও ভারত তার বুভুক্ষু জনতার মুখে আহার জোগাবার জন্য যুক্তরাষ্ট্র থেকে শান্তির জন খাদ্য কর্মসূচি অনুযায়ী লাখ লাখ বুশেল গমসহ অন্যান্য খাদ্যশস্য আমদানি করেছে। চলতি সালে ভারতই বহির্বিশ্বে খাদ্যশস্য রপ্তানি করতে যাচ্ছে বলে আজ মার্কিন কৃষি বিভাগ থেকে প্রকাশ করা হয়। ১৯৫০ সালের মাঝামাঝি থেকে শান্তির জন্য খাদ্য কর্মসূচি অনুযায়ী ভারতই মার্কিন চাষিদের সবচেয়ে বড় খদ্দের ছিল। কিন্তু বেশি ফলনের উন্নত মানের গম ও ধানের বীজ ব্যবহার করে ভারত তার চাকা উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। মার্কিন বৈদেশিক কৃষি সার্ভিস এক রিপোর্টে বলে যে, চলতি সালে ভারত প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সাড়ে ৬ লাখ টন গম রপ্তানি করবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া অন্যান্য দেশেও কিছু কিছু খাদ্যশস্য রপ্তানি করবে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় ভারতের গম রপ্তানির পরিমাণ কম হলেও সরকারি মহল থেকে বলা হয় যে, কয়েক বছর আগেকার পরিস্থিতি থেকে ভারতের এই পরিবর্তন ভারত ও যুক্তরাষ্ট্র উভয়ের কৃষি সাহায্য কর্মসূচির ক্ষেত্রে এক নয়া দিগন্তের সুচনা করবে।৯৩

রেফারেন্স: ২৪ জুলাই ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ