কতিপয় বহিঃশক্তি উপমহাদেশে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে- শ্রীমতি গান্ধী
নয়াদিল্লি। আজ বাংলাদেশের একটি ছাত্র প্রতিনিধিদলের নিকট ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী বলেন, এই উপমহাদেশের জনসাধারণ শান্তিতে বসবাস করতে চাইলেও কতিপয় বহিঃশক্তি তাদের মধ্যে বিভেদ ও শক্রতার ভার সৃষ্টি করতে চেষ্টা করছে। ছাত্র প্রতিনিধিদল আজ সকালে মিসেস গান্ধীর সাথে সাক্ষাৎ করেন। ভারত ও বাংলাদেশের জনসাধারণের মধ্যে বিরোধ সৃষ্টির চেষ্টায় রত যে কোনো শক্তি সম্পর্কে সতর্ক থাকার জন্য ছাত্রদের উপদেশ দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১১ জন ছাত্র সমবায়ে গঠিত এই প্রতিনিধিদল বর্তমানে ভারত সফর করছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব মাহফুজুল হক এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদল মিসেস গান্ধীকে এই মর্মে আশ্বাস দেন যে, বাংলাদেশের জনসাধারণ চিরদিন ভারতের জনসাধারণের সাথে বন্ধুত্ব বজায় রাখবে। আজ অপরাহ্নে প্রতিনিধিদল রাষ্ট্রপতি গিরির সাথে সাক্ষাৎ করেন। তারা স্বরাষ্ট্র দপ্তরের ষ্টেটমন্ত্রী শ্রী রামনিবাস মিদ্ধা, পর্যটন দপ্তরের ষ্টেটমন্ত্রী মিসেস সরোজিনী মহিষী এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাক্ষাৎ করেন।৮৫
রেফারেন্স: ২২ জুলাই ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ