You dont have javascript enabled! Please enable it! 1972.07.20 | বাংলাদেশ-রাশিয়া ৯ কোটি ৩০ লাখ টাকার বাণিজ্য চুক্তি স্বাক্ষর | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশ-রাশিয়া ৯ কোটি ৩০ লাখ টাকার বাণিজ্য চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ৯ কোটি ৩০ লাখ টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি মোতাবেক সোভিয়েত প্রোমাস এক্সপোর্ট বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ও শিপ বিল্ডিং কর্পোরেশনকে মেশিনারী ও নির্মাণ সামগ্রী সরবরাহ করবে। এই চুক্তি গত মার্চ মাসে মস্কোতে বাংলাদেশ ও সোভিয়েত প্রধানমন্ত্রীদ্বয়ের মধ্যে সম্পাদিত বাংলাদেশ-সোভিয়েত ইউনিয়ন অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতার অংশবিশেষ। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ও শিপ বিল্ডিং কর্পোরেশনের চেয়ারম্যান ড. রফিক উদ্দিন আহমেদ ও ঢাকাস্থ সোভিয়েত দূতাবাসের অর্থনৈতিক উপদেষ্টা মি. ফিলচেনকভ স্ব স্ব দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তি অনুযায়ী মেসার্স প্রোমাস এক্সপোর্ট বিভিন্ন যন্ত্রপাতি রপ্তানি ছাড়াও ৪০ জন ইঞ্জিনিয়ার ও দেড়শত ব্যক্তিকে সোভিয়েত ইউনিয়নে ট্রেনিংয়ের ব্যবস্থা করবে। প্রকল্প নির্মাণকালে তারা সোভিয়েতে ইঞ্জিনিয়ার পাঠিয়েও সাহায্য করবে। এদিকে চট্টগ্রামের সাধারণ বিদ্যুত প্লান্টের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এ জন্য ১ শত ৯ একর জমিও হুকুম দখল করা হয়েছে।৭৩

রেফারেন্স: ২০ জুলাই ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ