পুরুষদের সাথে দেশ সেবার কাজে সমভাবে এগিয়ে আসুন
বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা শাখার সম্পাদিকা বেগম সাজেদা চৌধুরী এম, সি, এ, দেশ গঠনের মহান কাজে পুরুষদের ন্যায় মহিলা সমাজকে সমভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগ সোমবার বিকেলে গেন্ডারিয়ায় সমাজ কল্যাণ সংস্থা “কল্যাণীর” সমাজ সেবামূলক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বেগম সাজেদা চৌধুরী আশা প্রকাশ করেন যে, সমাজকল্যাণ সংস্থা ‘কল্যাণী’ কুটির শিল্প এবং বয়স্ক শিক্ষামূলক কাজে বিশেষ ভূমিকা পালন করতে পারে, আওয়ামী লীগ নেত্রী বলেন, ১ বছর পূর্বেও বাংলাদেশের নারী পুরুষের কাছে যে সংগ্রাম স্বাধীনতার সংগ্ৰামরূপে পরিচিত ছিল, আজ তা দেশ গঠন এবং শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েমের সংগ্রামে রূপাতির হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর মহান ও যোগ্য নেতৃত্বে এই সংগ্রামেও আমাদের সফল কাম হতে হবে। বেগম সাজেদা চৌধুরী বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে প্রত্যেক মহিলাকে এক একটি বৃক্ষ রোপণ করে “বৃক্ষরোপণ পক্ষ” সফল করে তোলার আহ্বান জানান। পরিশেষে তিনি উপস্থিত মহিলাদের আশ্বাস দিয়ে বলেন, গেন্ডারিয়া এলাকায় একটি মাতৃসনদ প্রতিষ্ঠার জন্য তিনি তার সাধ্য মতো প্রচেষ্টা চালাবেন। সভা শেষে বেগম সাজেদা চৌধুরী নিজ হাতে একটা বৃক্ষ রোপণ করেন।৬৩
রেফারেন্স: ১৭ জুলাই ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ