You dont have javascript enabled! Please enable it!

বঙ্গবন্ধুর মহত্ব

ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণদানের পর জাতীয় প্রেসক্লাব থেকে বাসভবনে প্রত্যাবর্তনের পথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোহরওয়ার্দী উদ্যানের জায়গা কতটা উত্তমরূপে কাজে লাগানো যায় তা দেখবার জন্যে সেখানে যান। পূর্ত ও গৃহ নির্মাণ মন্ত্রী জনাব মতিউর রহমান তখন তার সঙ্গে ছিলেন। উদ্যানের উন্নয়নের জন্য যেসব সুপারিশ এসেছে তন্মধ্যে একটি উন্মুক্ত মিলনায়তন নির্মাণ এবং উদ্যানের অভ্যন্তরস্থ পস্কুরিণী দুটির উন্নয়ন বিশেষ ভাবে উল্লেখ যোগ্য। বঙ্গবন্ধুর গাড়ীটি একটি বটগাছের কাছে এসে থামলে নিকটবর্তী ক্রীড়ারত কর্দমাক্ত ও উলঙ্গ শিশুরা তার গাড়ি ঘিরে দাড়ায়। বঙ্গবন্ধুকে এতো কাছে পেয়ে তারা খুশিতে উল্লাস করতে থাকে। বঙ্গবন্ধু তাদের সাথে কিছুক্ষণ কাটান এবং আন্তরিকতা নিয়ে কথা বলেন। তিনি তাদের অবস্থা দেখে পরনের কাপড় কেনার জন্য তাদের ১০০ টাকা দেন। বাসস এই খবর দিয়েছেন।৫৮

রেফারেন্স: ১৬ জুলাই ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!