বিপ্লব ছাড়া ঘুনে ধরা সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে না
উয়ার্শী (মির্জাপুর) ইউনিয়ন ছাত্রলীগের উদ্যেগে উয়ার্শী স্কুল প্রাঙ্গণে সাম্প্রতিক এক জনসভার আয়োজন করা হয়। উক্ত জনসভায় প্রধান বক্তা ছিলেন, টাঙ্গাইল জেলার ছাত্র লীগের সভাপতি জনাব খন্দকার আব্দুল বাতেন। সভায় অন্যদের মধ্যে বক্ততা রাখেন আলী আকবর খান ডলার এবং স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ। জনাব বাতেন তার ভাষণে বলেন, আমরা একটা ঘুনে ধরা সমাজে বাস করছি। সামাজিক বিল্পব ছাড়া এই সমাজের পরিবর্তন করা সম্ভব নয়। তিনি জনগণকে সামাজিক বিপ্লবে অংশ গ্রহণ করার জন্য আহ্বান জানান। তিনি বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ওপর জোর দেন। তিনি বলেন, আমরা বৈজ্ঞানিক সমাজতন্ত্র কায়েম করবই। তিনি বলেন যে, বর্তমানে কিছু সংখ্যক দুর্নীতিপরায়ণ এম, সি, এ তাদের স্বার্থ নিয়ে ব্যস্ত আছেন, জনসাধারণ তাদের কিছুতেই ক্ষমা করবেন না। জনাব ডলার তাঁর ভাষণে মুনাফাখখার, মজুতদারের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেন। সভায় কৃষকলীগ গঠনের প্রস্তাব করা হয়।
সত্যিকারের মুক্তি চাই : আরেটি খবরে প্রকাশ, সলিমুল্লাহ হলের ছাত্র সংসদের সহ-সভাপতি জনাব ময়েজউদ্দিন আহমদ ছাত্রলীগ কর্মীদের উদ্দেশ্যে বলেন, এক মাত্র বৈজ্ঞানিক সমাজতন্ত্রই মানুষের সত্যিকারের মুক্তি আনতে পারবে। তিনি বলেন, আমাদের এই সমাজ ভেঙে নতুন সমাজ গড়তে হবে। উক্ত সম্মেলনে জনাব বাতেনও ভাষণ দেন। তিনি বলেন, ছাত্রলীগের জন্ম হয়েছিল এন, এস, এফ এর মতো গুন্ডামি করার জন্য নয়, মানুষের সত্যিকারের সেবা করার জন্য। তিনি বলেন, এক দল লোক আগেও দালালি করেছে এবং এখনও দালালি করছে। তিনি বলেন, একমাত্র সামাজিক বিপ্লবের মাধ্যমেই বৈজ্ঞানিক সমাজ ব্যবস্থা কায়েম করা সম্ভব।৫৪
রেফারেন্স: ১৫ জুলাই ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ