You dont have javascript enabled! Please enable it!

পাট মন্ত্রণালয় গঠনের উদ্যোগ

কেবলমাত্র পাট নিয়ে কাজ করার জন্য আগামি আগস্ট মাসের মাঝামাঝি একটা পৃথক দফতর চাল করা হবে। কাকে এই দফতরের কর্মকর্তা করা হবে, সে সম্পর্কে কোনো সিদ্ধান্ত করা না হলেও মন্ত্রীসভার সদস্য না বাড়িয়ে বর্তমান মন্ত্রীসভার জনৈক সিনিয়র সদস্যের ওপর এই দায়িত্ব দেয়া হবে। চলতি সালের বাজেটে এই নয়া দফতরে ব্যয়ের জন্য টাকা নির্ধারণ করা হয়েছে। কেবিনেট ডিভিশন ও বাণিজ্য দফতর যৌথভাবে এই নয়া দফতরের প্রস্তুতি পর্ব শুরু করেছেন। অর্থনৈতিক পর্যবেক্ষক মহল মনে করেন যে, পাট দফতরকে এক বিরাট দায়িত্ব নিতে হবে। প্রথম যে ব্যাপারটায় এই দফতরকে হতবুদ্ধি হতে হবে সেটা হচ্ছে পাট সম্পর্কিত প্রায় ডজন খানেক প্রতিষ্ঠান। পাট সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১/ জুট বোর্ড, ২/ পাট এক্সপোর্ট কর্পোরেশন, ৩/ জুট ট্রেডিং কর্পোরেশন, ৪/ জুট মিলস কর্পোরেশন, ৫/ জুট মার্কেটিং কর্পোরেশন, ৬/ জুট প্রাইস স্টাবিলাইজিং কর্পোরেশন, ৭/ বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশন, ৮/ জুট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট সেন্টার ও ৯/ জুট রিসার্চ ইনস্টিটিউট অন্যতম।৪৮

রেফারেন্স: ১৪ জুলাই ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!