বাংলাদেশ গণহত্যা চালাতে ভুট্টো-টিক্কা ষড়যন্ত্র করেছিল
লন্ডন। পাকিস্তানের পদচ্যুত প্রেসিডেন্ট জে. ইয়াহিয়া খান বাংলাদেশে গণহত্যা, খুনখারাবী ও ভারতের নিকট পাকিস্তানের সশস্ত্রবাহিনীর পরাজয়ের জন্যে জুলফিকার আলী ভুট্টোকে দায়ি করেন। তিনি বলেন, জে. টিক্কা খান সহ সামরিক বাহিনীর অন্যান্য জেনারেলদের সাথে ষড়যন্ত্রক্রমে ভুট্টো তার স্থলাভিষিক্ত পাকিস্তানের পরাজয়ের কারণ অনুসন্ধানের জন্যে প্রেসিডেন্ট ভুট্টো যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠন করেছেন, তাতে সাক্ষ্যদানকালে পদচ্যুত প্রেসিডেন্ট জেঃ ইয়াহিয়া খান অভিযোগ করেন যে, জনাব ভুট্টো তাকে ক্ষমতাচ্যুত করার জন্য জেঃ টিক্কা খান, জেনারেল গুল হাসান ও এয়ার মার্শাল রহিম খানের সাথে ষড়যন্ত্র করেছিলেন এবং পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এবং চীনের প্রকৃত মনোভাব সম্পর্কে তাকে অন্ধকারে রাখা হয়েছিল। কমিশনের নিকট প্রদত্ত এই সাক্ষ্য সরকারি ভাবে গোপন রাখা হলেও কিছু কিছু প্রকাশ পেয়ে যায়। কমিশনের নিকট তিনি বলেন যে, তার সামরিক কৌশলের মধ্যে ভুল ছিল না। কারণ তিনি এই ব্যাপারে একরূপ নিশ্চিত ছিলেন যে, বাংলাদেশে যত সৈন্য মোতায়েন। করা হোক না কেন, পাকিস্তানের পক্ষে বৃহৎ শক্তিবর্গ হস্তক্ষেপ না করলে তারা আত্মরক্ষায় সমর্থ হবে না। বাংলাদেশে তিনি তার বিমানবাহিনীকে ক্ষয় করতে চান নি। তিনি বলেন, আমাকে বলা হয়েছিল যে, ১০ ডিসেম্বরের মধ্যে পূর্বাঞ্চলে মার্কিন সপ্তম নৌবহর হতে পর্যাপ্ত পরিমাণে বিমান আচ্ছাদন দেয়া হবে। আর ঠিক এই কারণেই তিনি পশ্চিম পাকিস্তান ও আজাদ কাশ্মীরের রক্ষা ব্যবস্থা গড়ে তুলে ছিলেন। তিনি বলেন, এই যুক্তিতে আমার রণ-কৌশল সফল প্রমাণিত হয়েছে।৪৯
রেফারেন্স: ১৪ জুলাই ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ