আইন প্রণয়নের মাধ্যমে সমাজতন্ত্র আসে না
দিনাজপুর। বাংলাদেশ কমিউনিস্টে পার্টির (লেলিন পন্থী) সাধারণ সম্পাদক কমরেড অমল সেন বলেন যে, বর্তমান সমাজ ব্যবস্থার অধীনে দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সময় এখনও আসে নি। এই দলের জেলা শাখার এটাই প্রথম জনসভা। স্থানীয় জেলা ইনস্টিটিউটে এই সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। কমরেড সেন সভায় বলেন যে, সমাজতন্ত্র আইন প্রণয়নের মাধ্যমে আসে না। জনগণের মৌলিক সমস্যা সমাধানের মাধ্যমেই আসতে পারে। তিনি আরও বলেন যে, সত্যিকার সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণমুখী বিপ্লব দরকার। কারণ কৃষি প্রধান বাংলাদেশে কৃষি বিপ্লব ছাড়া শিল্প সমৃদ্ধি আসতে পারে না। তিনি বক্তৃতায় ভারতের নিপীড়িত মানুষের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং বলেন, দু’দেশের মানুষের বিপ্লবী ঐক্যে কেউ ফাটল ধরাতে পারবে না। কমরেড সেন এই সঙ্গে বাংলাদেশের মুক্তি সংগ্রামে সহায়তা ও সহযোগীতা দানের জন্য ভারতীয়দের প্রতি কৃতজ্ঞতা জানান। এর আগে কমরেড হাজী দানেশ সভাপতির ভাষণে বলেন যে, তার দলের লক্ষ্য শ্রেণিহীন সমাজ ব্যবস্থা কায়েম করা। তারা জনগণের অর্থনৈতিক মুক্তি হাসিলের জন্য সংগ্রাম চালিয়ে যাবে। সভায় বাংলাদেশ কৃষক সমিতির (ভাষানী) দফতর সম্পাদক জনাব রাসেদ খান মেনন অভিযোগ করেন, দেশের কৃষক শ্রমিকরা এখনও নিপীড়িত হচ্ছে। সার্টিফিকেট কেস আর খাজনার দায়ে জিনিসপত্র বিক্রির ওয়ারেন্ট ও কৃষকদের ওপর ঝুলছে। জোতদারেরা কৃষি জমি ফিরিয়ে দেয়ার জন্য তাদের ওপর চাপ দিচ্ছে।৪৭
রেফারেন্স: ১৩ জুলাই ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ