You dont have javascript enabled! Please enable it!

বঙ্গবন্ধুর গতিশীল নেতৃত্বে সমাজতন্ত্র কয়েম হবেই

কাপ্তাই। পূর্ত ও পল্লী উন্নয়ন দফতরের মন্ত্রী জনাব মতিউর রহমান গত মঙ্গলবার বলেন যে, গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার যে প্রচেষ্টা চালানো হচ্ছে তা ইতিহাসে একটি অনবদ্য ও নজিরবিহীন নিরিক্ষামূলক ব্যাপার। আজ এক সরকারি হ্যান্ডআউটে একথা বলা হয়েছে। গতকাল এখানে আওয়ামী লীগ কর্মী ও স্বেচ্ছাসেবক সমাবেশে মন্ত্রী বক্তৃতা করেন। মন্ত্রী দৃঢ় আস্থা প্রকাশ করে বলেন যে, বঙ্গবন্ধুর গতিশীল নেতৃত্ব এবং নয়া সমাজব্যবস্থা প্রবর্তনে জনগণ তার আহ্বানে যে কোনো ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকার পরিপ্রেক্ষিতে এ স্বপ্ন সফল হবেই। সমাজতন্ত্রের ঈপ্সিত লক্ষ্যে উপনীত হওয়ার জন্যে সুশৃঙ্খল, কঠোর পরিশ্রমী কর্মী গড়ে তোলার প্রতি মন্ত্রী গুরুত্ব আরোপ করেন। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাকে বাস্তব রূপ দেয়ার জন্যে আওয়ামী লীগ কৰ্মাদের তিনি অগ্রপথিকের ভূমিকা গ্রহণের আহ্বান জানান। স্থানীয় ছাত্রলীগ কর্মী সমাবেশে বক্তৃতাকালে মন্ত্রী শোষণমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্যে স্বাধীনতা সংগ্রামের চেয়েও অধিকতর আত্মোৎসর্গের মনোভাব নিয়ে কাজ করার জন্যে ছাত্রদের প্রতি আহ্বান জানান। বাংলাদেশে সমাজতন্ত্রকে ব্যর্থ করে দেয়ার জন্যে সাম্রাজ্যবাদী গোষ্ঠীর যেই ষড়যন্ত্র চলছে সেই সম্পর্কে তিনি ছাত্র সমাজকে সতর্ক করে দেন।৪২

রেফারেন্স: ১২ জুলাই ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!