রাকসু নেতৃবৃন্দের উপর হামলা, বঙ্গবন্ধু নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাকসু নেতৃবৃন্দের ওপর দুষ্কৃতিকারীদের হামলার নিরপেক্ষ তদন্ত ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি প্রদানের প্রয়োজনীয় নির্দেশ দান করেছেন বলে ছাত্র ইউনিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করলে তিনি একথা বলেন। দেশের বিভিন্ন স্থানে ছাত্র ইউনিয়ন কর্মীদের নামে যেসব মিথ্যা মামলা রয়েছে ও বিভিন্ন স্থানে ছাত্র ইউনিয়ন কর্মীদের ওপর যেসব হামলা ও মিথ্যা হয়রানি চলছে সে ব্যাপারে তিনি অবিলম্বে প্রয়োজনীয় নির্দেশ দান করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আজ সকালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করেন।৪০
রেফারেন্স: ১১ জুলাই ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ