You dont have javascript enabled! Please enable it! 1972.07.11 | সুবিধাবাদের রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠছে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

সুবিধাবাদের রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠছে

বাংলাদেশের রাজনীতিতে পুঁজিপতি, জোতদার, আমলাতন্ত্রসহ এক শ্রেণির সুবিধাবাদী রাজনীতিবিদ এক অশুভ শক্তি হিসেবে মানুষের পরম আকাক্ষিত মুক্ত সমাজের সমাধি রচনার ব্যর্থ চেষ্ট করছে। বাংলাদেশ ছাত্রলীগের (রব-সিরাজ) সভাপতি ও সাধারণ সম্পাদক গত সোমবার এক বিবৃতিতে এই অভিযোগ করেন। ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জনাব শ, ম, আম্বিয়া ও জনাব শাহজাহান সিরাজ আরও অভিযোগ করেন, এরা ষড়যন্ত্র করছে মানুষের বিরুদ্ধে, অন্যায় অত্যাচার করছে প্রগতিশীল শক্তির ওপর। ইতিহাস বার বার সগ্রামের ভিতর দিয়ে শোষক শ্রেণি ও তার প্রতিনিধিদের আস্তাকুড়ে নিক্ষেপ করেছে। আগামি সম্মেলনে অতীত অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতার পরিপ্রেক্ষিতে এক নতুন রাজনৈতিক দিগন্তের সূচনা করবে। সম্মেলনে ৩০ সহস্রাধিক ছাত্র প্রতিনিধি যোগদান করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।৪১

রেফারেন্স: ১১ জুলাই ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ