You dont have javascript enabled! Please enable it!

পূর্ণ বিশ্রাম আর হলো না, বঙ্গবন্ধু আবার কাজে ডুবে গেছেন

বাংলার সাড়ে সাত কোটি মানুষের সেবায় নিবেদিত প্রাণ বঙ্গবন্ধুকে ডাক্তারের আদেশ উপদেশ ঘরে ধরে রাখতে পারেন নি। ডাক্তারের পরামর্শকে উপেক্ষা করে বঙ্গবন্ধু সোমবার সকালে গণভবনে এসে উপস্থিত হন। উল্লেখযোগ্য যে, গত বুধবার বঙ্গবন্ধু আকস্মাৎ তলপেটে ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। সোমবার সকাল ৯ টায় বঙ্গবন্ধু হঠাৎ গণভবনে এসে উপস্থিত হলে সকলেই বিস্ময়ে হতবাক হয়ে যান। গণভবনে পৌঁছেই তিনি বিভিন্ন জরুরি কাজে মনোনিবেশ করেন। চিকিৎসকরা তাকে প্রথমত হালকা কাজ শুরু করে ক্রমান্বয়ে সুস্থ হওয়ার সাথে সাথে পূর্ণ কাজে যোগদানের পরামর্শ দেন। কিন্তু বঙ্গবন্ধু আজ পুনরায় কাজ শুরু করার প্রথম দিনেই প্রায় ১০ ঘণ্টা কাজ করেন। ৪ দিন অসুস্থ অবস্থায় থাকার দরুণ যে সব ফাইল জমা হয়েছিল তার সবগুলোই তিনি দেখেছেন। বঙ্গবন্ধুর আইনমন্ত্রী ড. কামাল হোসেন ও শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলীর সঙ্গেও বিভিন্ন গুরুতর সমস্যা সম্পর্কে আলোচনা করেন। বঙ্গবন্ধু যখন রাষ্ট্রীয় কাজে ডুবে ছিলেন বেগম মুজিব তখন তার দুপুরের খাবার নিয়ে গণভবনে হাজির হন। বেগম মুজিব তার স্বামীকে ডাক্তারের নির্দেশ অমান্য করার জন্য মৃদু ভৎসনা করেন। কিন্তু বঙ্গবন্ধু স্মিতহাস্যে এর জবাবে সম্মুখে উপস্থিত কয়েকজনের উদ্দেশ্যে বলেন যে, আমি শুধু মাত্র এই মহিলাকে ভয় পাই। নারীদের সমঅধিকার অর্জিত হওয়ার আগেই তারা নিজেদের যেভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, সমঅধিকার অর্জন করলে না জানি কি অবস্থা হবে।৩৫

রেফারেন্স: ১০ জুলাই ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!