You dont have javascript enabled! Please enable it! 1972.07.09 | রাষ্ট্রের আদর্শ বিরোধী ষড়যন্ত্র শক্ত হাতে দমন করা হবে- এ, এইচ, এম, কামারুজ্জামান | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

রাষ্ট্রের আদর্শ বিরোধী ষড়যন্ত্র শক্ত হাতে দমন করা হবে- এ, এইচ, এম, কামারুজ্জামান

কেন্দুয়া, ময়মনসিংহ। সাহায্য ও পুনর্বাসন মন্ত্রী এ, এইচ, এম, কামারুজ্জামান বলেন যে, বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক আদর্শের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র শক্ত হাতে দমন করা হবে। গত বৃহস্পতিবার এখানে এক বিরাট জনসভায় বক্তৃতাদানকালে মন্ত্রী বলেন, ৩০ লাখ জীবন ও আরো অসংখ্য মানুষের দুঃখ দুর্দশার বিনিময়ে বিশ্বে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। শহীদানের রক্ত ও জনগণের অবর্ণনীয় দুঃখ-দুর্দশাকে ব্যর্থ হতে দেয়া যেতে পারে না। মন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা- এই চার রাষ্ট্রীয় নীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং এর থেকে বিন্দু মাত্রও বিচ্যুতি ঘটবে না। তিনি বলেন, সরকার দেখতে চায় যে, সার্বজননীভাবে এই আদর্শ পালিত হচ্ছে। তিনি আরও বলেন, সমাজতান্ত্রিক অর্থনীতি প্রয়োগের প্রচেষ্টা চলছে এবং তা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সরকার থাকবে। যে সমস্ত সরকার বিরোধীরা শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার পথে বাধা দান করছে তাদের বিরুদ্ধে তৎপর হবার জন্য মন্ত্রী জনসাধারণকে পরামর্শ দেন। আওয়ামী লীগ যে সব প্রতিশ্রুতি দিয়েছিল তা সবই কার্যকরী করার চেষ্টা করছে। মন্ত্রী বলেন, দেশের প্রয়োজনের তাগিদে সরকার খাদ্য আমদানি করছে। কেউ যাতে অনাহারে না মরে সরকার তার নিশ্চয়তা দেবে।
কেন্দুয়া কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন : কেন্দুয়া কলেজের ভিত্তি প্রস্তর স্থাপনকালে মন্ত্রী চরিত্র ও দেশ প্রেমের ওপর জোর দেন, যার অভাবে জাতির উন্নতি হতে পারে না। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত যাতে ছাত্রদের চরিত্র গঠন ও দেশপ্রেম বোধ গড়ে ওঠে। ছাত্রদেরকে পড়াশোনায় আত্মনিয়োগ এবং ভবিষ্যতের দায়িত্ব পালনের মতো উপযুক্ত করে নিজেদেরকে গড়ে তোলার জন্য মন্ত্রী পরামর্শ দেন।৩৪

রেফারেন্স: ৯ জুলাই ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ