You dont have javascript enabled! Please enable it!

প্রাকৃতিক সম্পদ আহরণে সচেষ্ট হোন- বঙ্গবন্ধু

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম আহরণের জন্য সযত্নে পরিকল্পনা তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এই সম্পদের গুরুত্ব সমধিক। এগুলি খুঁজে বের করে কাজে লাগালে এখানকার জনমানুষের জীবনে এক নবযুগের উন্মেষ হবে। বঙ্গবন্ধু বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ও শিল্প সমৃদ্ধির ওপর আয়োজিত ২ দিন ব্যাপী জাতীয় সম্মেলন উপলক্ষে এক বাণীতে একথা বলেন। আজ এখানে এই সম্মেলন শুরু হচ্ছে। এর উদ্যেক্তা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রসায়ন প্রকৌশল বিভাগ। প্রধানমন্ত্রী সম্মেলনের সাফল্য কামনা করে বলেন, জাতীয় পুনর্গঠন ও সমৃদ্ধির অনেকখানি দেশের বিজ্ঞানী ও প্রকৌশলবিদদের ওপর নির্ভর করছে। তাদের এ ক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। সফল হতে হবে।২৮

রেফারেন্স: ৮ জুলাই ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!