You dont have javascript enabled! Please enable it!

বন্যাদুর্গত ও যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য সরকার সিলেটে ৪০ হাজার বাড়ি নির্মাণ করবে

সিলেট। বাংলাদেশ সরকার সিলেট জেলায় ৪০ হাজার বাড়ি ঘর তৈরি করার একটি পরিকল্পনা গ্রহণ করেছে বলে নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে। নির্মিতব্য বাড়ি ঘরের সংখ্যা আরও ২০ হাজার বৃদ্ধি পেতে পারে বলে বিশ্বস্ত সূত্রে প্রকাশ, এই পরিকল্পনার অধীনে ৯ হাজার বাড়ি ঘর তৈরির কাজ অচিরেই শুরু হচ্ছে বলে কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণ ও পাকিস্ত নি হানাদারবাহিনী কর্তৃক ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে এসব বাড়ি ঘর বরাদ্দ করা হবে। উল্লেখযোগ্য যে, পাকিস্তান হানাদারবাহিনীর নারকীয় ধ্বংসযজ্ঞের ফলে সিলেট জেলায় ১ লাখ ৩২ হাজার ৭ শত ২৮টি বাড়ি ঘর সম্পূর্ণ রূপে বিধ্বস্ত ও ১ লাখ ২ হাজার ৮ শত ৫৫ টি বাড়ি ঘর আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক বন্যার ফলে ১০ হাজার ৪ শত ৯২ টি বাড়ি ঘর সম্পূর্ণভাবে বিনষ্ট ও ৮২ হাজার ৫ শত ৯ টি বাড়ি ঘর আংশিক ভাবে বিনষ্ট হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে স্থানীয় ভাবে ভারতের শিলং এর সঙ্গে ১৬ লাখ টাকার ১ টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে শিলং থেকে ধান, পাট, গম, গৃহনির্মাণ, সরঞ্জামাদি ও কাঠ আনা হবে। ইতোমধ্যে শিলং হতে বাড়ি ঘর নির্মাণের জন্য যেসব কাঠ এসে পৌঁছেছে তার ১৬ ভাগের ১ ভাগ অত্যন্ত নিম্নমানের। স্থানীয় পর্যবেক্ষক মহল মনে করেছেন যে, বাড়ি ঘর নির্মাণের জন্য স্থানীয় ভিত্তিতে সংগ্রহ করা বাঁশই অনেক বেশি উপযোগী হবে।২৪

রেফারেন্স: ৭ জুলাই ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!