You dont have javascript enabled! Please enable it!

যমুনার বাঁধ রক্ষার জন্য সব কিছুই করা হবে

সিরাজগঞ্জ। যোগাযোগ মন্ত্রী জনাব মনসুর আলী বন্যায় নিরুৎসাহ না হয়ে মনবল নিয়ে এই সমস্যা মোকাবেলা করার জন্য জনগণকে উপদেশ দেন। মন্ত্রী গত বুধবার সিরাজগঞ্জ থেকে ২০ মাইল দূরে মাইজ বাড়িতে এক জনসভায় ভাষণদান কালে এই কথা বলেন। তিনি জনগণকে আশ্বাস দিয়ে বলেন, সরকার বাধ রক্ষার জন্য সম্ভাব্য সকল ব্যবস্থাই করবে এবং বন্যাদুর্গত লোকদের অভাব পূরণ করা হবে। জনাব মনসুর আলী বন্যা বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন ছাড়াও কাজিপুর গার্লস স্কুল- হাই স্কুল মেঘাই হাই স্কুল এবং মনসুর আলী কলেজও পরিদর্শন করেন। মন্ত্রী স্থানীয় এস, সি, এ- গণসহ সিরাজগঞ্জ শহর রক্ষা বাধটি এবং ঘুরোকায় যমুনা ভাঙ্গন স্থানটি পরিদর্শন করেন। তিনি বাধের বর্তমান অবস্থার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে স্থানীয় ওয়াপদা কর্তৃপক্ষকে এই ব্যাপারে জরুরি ভিত্তিতে কাজ করতে বলেন। মন্ত্রী স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের সাথে মিলিত হয়ে সাংগাঠনিক ও স্থানীয় সমস্যাবলী নিয়ে আলাপ-আলোচনা করেন। নদী ভাঙ্গনের ফলে গৃহহারা অধিবাসীদের একটি প্রতিনিধিদল মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাদের পুনর্বাসন এবং সিরাজগঞ্জ শহরকে নদীর ভাঙ্গন থেকে রক্ষাকল্পে সতুর ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রীর নিকট দাবি জানায়। স্থানীয় এমসিএ সৈয়দ হায়দার আলী গহহারাদের উদ্ভত সমস্যাবলী মন্ত্রীকে ব্যাখ্যা করার পর মন্ত্রী তাদের দুঃখ-কষ্ট্রের প্রতি সতর জানিয়ে তাদেরকে আশ্বাস দেন যে, পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে তিনি বঙ্গবন্ধুকে জানাবেন।২৫

রেফারেন্স: ৭ জুলাই ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!