You dont have javascript enabled! Please enable it! 1972.07.03 | বাংলাদেশে আইয়ুব-ইয়াহিয়ার রাজনীতির পুনরাবৃত্তি ঘটেছে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশে আইয়ুব-ইয়াহিয়ার রাজনীতির পুনরাবৃত্তি ঘটেছে

বাংলাদেশে আইয়ুব-ইয়াহিয়ার আমলে রাজনীতির পুনরাবৃত্তি ঘটেছে বলে বাংলাদেশ ছাত্রলীগের রব-সিরাজ সভাপতি ও সাধারণ সম্পদক যথাক্রমে জনাব শরীফ নুরুল আম্বিয়া ও জনাব শাহজহান সিরাজ অভিযোগ করেন। প্রদত্ত এক বিবৃতিতে বাঙালি’ নেতৃবৃন্দ বলেন, আইয়ুব ইয়াহিয়ার আমলে কনভেনশন মুসলিম লীগ ও এন, এস, এফ মার্কা রাজনীতিতে ভয়-ভীতির মাধ্যমে এমন কি গুপ্ত হত্যার মাধ্যমে রাজনীতিতে টিকে থাকার প্রবল চেষ্টা রেখে গেছে। আজকেও বাংলদেশের বুকে তার পুনরাবৃত্তি ঘটছে। নেতৃবৃন্দ স্বার্থান্বেষী মহলের প্রতি উদ্দেশ্য করে বলেন, ক্ষমতার দাপটে সরকারি প্রশাসন যন্ত্রের ব্যবহারের মাধ্যমে মুসলিম লীগ ও এন, এস, এফ মার্কা প্রচলিত রাজনীতির দিন এদেশে ফুরিয়ে গেছে। কারণ মানুষ আজ বেশি সচেতন। তারা আরও বলেন, প্রতাপাম্বিত মুসলিম লীগ ও তাদের দোসর এন এস এফরা এদেশ থেকে বিতারিত হয়েছে। স্বার্থান্বেষী মহলকেও সেভাবে বিদায় নিতে হবে। এ প্রসঙ্গে নেতৃবৃন্দ গত ২ জুলাই কুষ্টিয়ার দু’জন ছাত্রলীগ কর্মীকে ছুরির আঘাতের অভিযোগ করেন। টাঙ্গাইল, শেরপুর, কোটচাঁদপুর, শাহজাদপুর, কুমিল্লা এবং মানিকগঞ্জেও ছাত্রলীগ কর্মীদের ওপর আক্রমণের কথা নেতৃবৃন্দ বলেন। নেতৃবৃন্দ এই হামলার প্রতি প্রতিবাদ না করে সমুচিত জবাব দাবি করেন।

রেফারেন্স: ৩ জুলাই ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ