You dont have javascript enabled! Please enable it! 1972.06.23 | জাতীয় সমস্যা সমাধানে ন্যাপ | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

জাতীয় সমস্যা সমাধানে ন্যাপ

প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে তিনটি সেল গঠনের প্রস্তাবঃ দেশের বর্তমান জরুরি সমস্যা সমাধানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সর্বদলীয় ভিত্তিতে নীতিনির্ধারণ ও তা কার্যকরী করণের ক্ষমতাসহ তিনটি বিশেষ সেল গঠনের জন্যে ন্যাপের (মোজাফফর) সহসভাপতি পীর হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করেছেন। সেলগুলি হচ্ছে—১। খাদ্য-রিলিফ বণ্টন ও দুষ্কৃতি-দুর্নীতি দমন সেল, ২। অধিক খাদ্য ফলাও অভিযান সেল ৩। শিল্প উৎপাদন সেল। তিনি আরো বলেন যে, জাতীয় সমস্যা সমাধানের উদ্দেশ্যে গণশক্তিকে উদ্বুদ্ধ করে তাদের সহযোগীতায় সরকার এ পর্যন্ত কোনো উদ্যেগ গ্রহণ করেননি। পরিবর্তে সরকার উপনিবেশবাদী শাসন আমলের কায়দায় একমাত্র আমলা। পুলিশের বলভরসার ওপর মুশকিল আসানের স্বপ্ন দেখছেন।৯১

রেফারেন্স: ২৩ জুন ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ