You dont have javascript enabled! Please enable it!

জাতীয় সমস্যা সমাধানে ন্যাপ

প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে তিনটি সেল গঠনের প্রস্তাবঃ দেশের বর্তমান জরুরি সমস্যা সমাধানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সর্বদলীয় ভিত্তিতে নীতিনির্ধারণ ও তা কার্যকরী করণের ক্ষমতাসহ তিনটি বিশেষ সেল গঠনের জন্যে ন্যাপের (মোজাফফর) সহসভাপতি পীর হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করেছেন। সেলগুলি হচ্ছে—১। খাদ্য-রিলিফ বণ্টন ও দুষ্কৃতি-দুর্নীতি দমন সেল, ২। অধিক খাদ্য ফলাও অভিযান সেল ৩। শিল্প উৎপাদন সেল। তিনি আরো বলেন যে, জাতীয় সমস্যা সমাধানের উদ্দেশ্যে গণশক্তিকে উদ্বুদ্ধ করে তাদের সহযোগীতায় সরকার এ পর্যন্ত কোনো উদ্যেগ গ্রহণ করেননি। পরিবর্তে সরকার উপনিবেশবাদী শাসন আমলের কায়দায় একমাত্র আমলা। পুলিশের বলভরসার ওপর মুশকিল আসানের স্বপ্ন দেখছেন।৯১

রেফারেন্স: ২৩ জুন ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!