You dont have javascript enabled! Please enable it! 1972.06.21 | পাকিস্তানকে আমরা স্বীকার করি কি না সেটাই প্রশ্ন- বঙ্গবন্ধু | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

পাকিস্তানকে আমরা স্বীকার করি কি না সেটাই প্রশ্ন- বঙ্গবন্ধু

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুধবার রাতে বলেন যে বাংলাদেশ আজ এক বাস্তব ঘটনা এবং পাকিস্তানের নিজের স্বার্থেই এই বাস্তবতাকে স্বীকার করে নেওয়া উচিত। লন্ডনের ‘ডেলি টেলিগ্রাফ পত্রিকার বিশেষ সংবাদদাতা মি. পিটার গিলের সঙ্গে এক সাক্ষাৎকারে বঙ্গবন্ধু বলেন, বাংলাদেশ আজ বাস্তব ঘটনা এবং একে পাকিস্তান স্বীকার করুক অথবা না করুক তাতে কিছু এসে যায় না। তবে তিনি বলেন যে, পাকিস্তানকে আমি স্বীকার করবো কিনা সেটাই প্রশ্ন। তিনি বলেন, বাংলাদেশের স্বীকৃতির জন্য পাকিস্তানও কম আগ্রহী নয়। বাংলাদেশ খুব একটা ছোট দেশ নয়। এদেশে সাড়ে সাত কোটি মানুষ অধ্যুষিত দেশ। তিনি বলেন, বিশ্বের বৃহৎ শক্তিবর্গ ইতোমধ্যেই বাংলাদেশকে কূটনৈতিক স্বীকৃতি দান করেছে এবং বাংলাদেশ বর্তমানে জাতিসংঘ ও কমনওয়েলথ এর বিভিন্ন কমিটির সদস্য। বঙ্গবন্ধু বলেন, পাকিস্তানের অপপ্রচারের জন্যই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলি বাংলাদেশকে স্বীকৃতি দিতে বিলম্ব করছে। তবে মুসলমান জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম মুসলিম প্রধান রাষ্ট্র ইন্দোনেশিয়া বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। বঙ্গবন্ধু আশা প্রকাশ করেন যে, মধ্যপ্রাচ্যের মুসলমান প্রধান রাষ্ট্রগুলি শীঘ্রই বাংলাদেশের বাস্তবতা উপলব্ধি করবে।৮০

রেফারেন্স: ২১ জুন ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ