You dont have javascript enabled! Please enable it! 1972.06.20 | পরিকল্পনা মতই যুদ্ধাপরাধীদের বিচার হবে- বঙ্গবন্ধু | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

পরিকল্পনা মতই যুদ্ধাপরাধীদের বিচার হবে- বঙ্গবন্ধু

বঙ্গবন্ধু আসন্ন ভারত ও পাকিস্তানের শীর্ষ সম্মেলনের শুভ কামনা করেছেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সোমবার রয়টার প্রতিনিধি গেরাল্ড র্যাপজির সাথে এক সাক্ষাৎকারে শীর্ষ সম্মেলনের শুভ কামনা করেন। তিনি এ সম্পর্কে সরাসরি কিছু বলতে চান নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশকে পাকিস্তানের স্বীকৃতি দানের আগে শীর্ষ বৈঠকে তার যোগদানের কোনো প্রশ্ন ওঠে না। বাসস এর এ খবরে বলা হয় যে, বঙ্গবন্ধু মি. র্যাপজিকে জানিয়েছেন, পরিকল্পনা মতই যুদ্ধাপরাধীর অভিযোগে পাকিস্তানিদের বিচার হবে। এই বিচার উপমহাদেশের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে কিনা এই মর্মে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সভ্য মানুষ কীভাবে অপরাধীদের শাস্তি না দিয়ে ছেড়ে দিতে পারেন। বঙ্গবন্ধু বলেন, যেহেতু বাংলাদেশ ও ভারতের যৌথ কমান্ডের কাছে পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ করেছিল, তাই ভারত তাদের হস্তান্তর করবে, এমন প্রশ্ন উঠতে পারে না। বাংলাদেশ সংখ্যালঘু অবাঙালিদের হয়রানির কথাকে বঙ্গবন্ধু চূড়ান্ত মিথ্যা বলে অবিহিত করেন।৭৫

রেফারেন্স: ২০ জুন ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ