মুজিববাদ প্রতিষ্ঠার মাধ্যমেই কৃষক শ্রমিক রাজ কায়েম সম্ভব
যশোর। মুজিববাদ বাস্তবায়নের মাধ্যমেই কেবলমাত্র প্রকৃত অর্থে শোষণমুক্ত সমাজ ও কৃষক-শ্রমিকবাজ কায়েম সম্ভব। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব রাজ্জাক এমসিএ এ কথা বলেছেন। টাউন হল ময়দানে এক বিরাট জনসভায় তিনি ভাষণ দিচ্ছিলেন। বিস্তারিত ব্যাখ্যা দিয়ে জনাব রাজ্জাক বলেন, জাতীয়বাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই ৪টি নীতির ভিত্তিতেই মুজিববাদ প্রতিষ্ঠিত। মুজিববাদ অক্ষরে অক্ষরে প্রতিষ্ঠায় শুধু বঙ্গবন্ধুর স্বপ্নই বাস্তবায়িত হবে না। এটা নির্যাতিত মানুষের জন্য মুক্তির পথও দেখাবে। জনাব রাজ্জাক বলেন, বৃহৎ শক্তিবর্গ বিশেষকরে আমেরিকা ও চীন এখনও আমাদের কষ্টার্জিত স্বাধীনতার ফল ভোগ থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, তথাকথিত কতিপয় প্রগতিশীল রাজনৈতিক দল ও সর্বহারাদের চ্যাম্পিয়নরা ঐসব বৃহৎ শক্তির এজেন্টদের সাথে হাত মিলিয়েছে। তিনি এসব শক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বাণী উচ্চারণ করে বলেন, সব জিনিসেরই একটা সীমা আছে এবং সময় আসবে যখন স্বাধীনতা প্রিয় নাগরিকরাই তাদেরকে নির্মূল করতে দ্বিধা করবেন না। তিনি আরও বলেন, বাংলাদেশের ধ্বংস প্রাপ্ত অর্থনীতি পুনরায় গড়ে তোলা এবং জনগণের দুঃখ কষ্ট লাঘবের জন্য সরকার সম্ভাব্য সবরকমের ব্যবস্থা গ্রহণ করছেন। জনাব রাজ্জাক দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়ন ও সমৃদ্ধির জন্য শিল্পোৎপাদন বাড়ানো জন্য আত্মনিয়োগে শ্রমিকদের প্রতি আবেদন জানান।৬৪
রেফারেন্স: ১৬ জুন ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ