You dont have javascript enabled! Please enable it! 1972.06.15 | অদূরদর্শিতা পরিহার করুন- আবদুস সামাদ আজাদ | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

অদূরদর্শিতা পরিহার করুন

কাঠমন্ডু। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব আবদুস সামাদ আজাদ আজ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে, এখনও যারা বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি, তারা চিরদিনের জন্য সাড়ে সাত কোটি মানুষের বন্ধুত্ব হারাবে। তিনি চীন ও আরব দেশগুলো প্রসঙ্গে বলেন যে উভয়ের স্বার্থেই বাংলাদেশর বাস্তবতাকে মেনে নেওয়া প্রয়োজন। বাংলাদেশ সম্পর্কে ঐসব দেশের অতীতের অদূরদর্শী নীতি পরিহার করার জন্য তিনি আহ্বান জানান।
বাংলাদেশ-নেপাল বাণিজ্য সম্পর্ক স্থাপনে ঐক্যমত : কাডমন্ডু থেকে ইউএনআই পরিবেশিত অপর এক খবরে প্রকাশ, রাজা বীরেন্দ্রর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব আবদুস সামাদের ৪০ মিনিট ব্যাপী সাক্ষাৎকারের পর উভয় দেশ বেসামরিক বিমান চলাচল পুনরারম্ভ বাণিজ্য সম্পর্ক স্থাপন ও সংস্কৃতি বিনিময়ের নীতিতে ঐক্যমতে পৌছেছে। নেপাল কাউন্সিল অব ওয়ার্ল্ড এফেয়ার্সে ভাষণদানের পর জনাব সামাদ সাংবাদিকদের বলেন, রাজার সাথে তার সাক্ষাৎকার ফলপ্রসু হয়েছে। তিনি বলেন যে, নেপাল জাতিসংঘে অন্তর্ভুক্তির ব্যাপারে বাংলাদেশের প্রচেষ্টায় তাকে সমর্থনের আশ্বাস দিয়েছে।৫৮

রেফারেন্স: ১৫ জুন ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ