You dont have javascript enabled! Please enable it!

রণাঙ্গনে

যশােরে মুক্তিযােদ্ধাদের সাড়াশী আক্রমণ

ভীত সন্ত্রস্ত হানাদার সৈন্যরা মৃত্যুর দিন গুনছে। মুক্তিবাহিনীর তরুণ বীর যােদ্ধারা গত ২৩শে নভেম্বর যশাের বিমানক্ষেত্রটি প্রচণ্ড আক্রমণ চালিয়ে ক্ষতিগ্রস্ত করেছেন।  মুক্তিযােদ্ধারা যশাের শহরের উপকণ্ঠে এখন আক্রমণ চালিয়ে যাচ্ছেন। ভীত সন্ত্রস্ত সৈন্য, অবাঙালী অফিসার, দালালরা এখন শহর থেকে পলায়ন করতে শুরু করেছে। এদিকে গেরিলাযােদ্ধাদের মারাত্মক সাড়াশী আক্রমণের ফলে হানাদার পাকিস্তানী সৈন্যরা এখন ক্যান্টনমেন্টে আত্মরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে। মুক্তিযােদ্ধারা শহরের ৩ দিক থেকে আক্রমণ চালাচ্ছেন। জঙ্গী সরকার আসন্ন পরাজয়ের মুখে শহর থেকে গুরুত্বপূর্ণ দলিল পত্র ও অর্থ ঢাকায় পাচার করছে। ২৫শে নভেম্বরের যশাের রণাঙ্গন আমাদের রণাঙ্গন প্রতিনিধি জানাচ্ছেন, মুক্তিবাহিনীর প্রচণ্ড আক্রমণে যশােরের দালাল, রাজাকার এবং অন্যান্য বেঈমান ইতররা এক্ষণে শহর ছেড়ে সেনাবাহিনীর আশ্রয় খুঁজে বেড়াচ্ছে। গেরিলা যােদ্ধাদের তীব্র আক্রমণে ইতিমধ্যে শত্রুপক্ষের একটা বিরাট অংশ নিশ্চিহ্ন হয়ে গেছে। পাকিস্তানের স্বীকারােক্তি। পাকিস্তান বেতার থেকে গত ২৫শে নভেম্বরের সংঘর্ষের খবর স্বীকৃত হয়েছে। খবরে বলা হয়, যশােরের চৌগাছায় তুমুল লড়াই চলছে। চৌগাছা যশাের ক্যান্টনমেন্টের লড়াইয়ে পাকিস্তানী দখলদার সৈন্যদের জয়লাভের জন্য দখলীকৃত রেডিও মসজিদে মসজিদে কান্নাকাটির আবেদন জানায়। যশাের শহর থেকে প্রায় আঠারাে মাইল পশ্চিমে ঝিনাইদহ পাঁচ মাথার মােড় দখল করে মুক্তিবাহিনী সেখানে তাদের ঘাঁটি শক্তিশালী করেছেন। ঝিকরগাছায় যুদ্ধ অব্যাহত রয়েছে। ওদিকে মুক্তিবাহিনী বীর রাজাকারের কাছে জগন্নাতপুর ও চুয়াডাঙ্গা নামক গ্রাম দু’টো দখল করে নিয়ে যশাের-ঝিনাইদহ রােড মারফত পাক-সৈন্যদের চলাচল বন্ধ করে দিয়েছেন। এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় যশাের ক্যান্টনমেন্ট থেকে পাক সৈন্যদের ঢাকার দিকে পলায়নের আর কোন পাকা রাস্তা রইল না।  যশাের ও কুষ্টিয়া জেলায় মুক্তিবাহিনী জীবননগর, বগাচরা, সারশা ও নাভারণ থেকে শত্রু সৈন্যকে বিতাড়িত করেছে।  ঝিনাইদহ পাঁচ মাথার মােড় সামরিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই মােড় থেকে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশাের, খুলনা, মাগুরা ও ঢাকা যাওয়ার পথ। সুতরাং পাকিস্তানী সৈন্য ঝিনাইদহ পাঁচ মাথার মােড় পুনরুদ্ধারের জন্য একটা মরণপণ লড়াই চলার সম্ভাবনা রয়েছে। মুক্তিবাহিনী ঝিনাইদহ পাঁচ মাথার মােড়ে কুষ্টিয়া-চুয়াডাঙ্গার রাস্তায় বিরাট বিরাট বেরিকেড গড়ে তােলায় ঝিনাইদহ থেকে পাকিস্তানী সৈন্যরা যশােরের দিকে যেতে পারছে না।

জয়বাংলা (১) ১: ৩০ |

৩ ডিসেম্বর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!