You dont have javascript enabled! Please enable it! 1972.06.13 | ভুট্টোর প্রতি তাজউদ্দীন | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

ভুট্টোর প্রতি তাজউদ্দীন

ভালুকা, ময়মনসিংহ। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব তাজউদ্দীন আহমেদ বাংলাদেশের বাস্তবতাকে স্বীকার করে নেওয়ার জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট জনাব ভুট্টোর প্রতি আহ্বান জানিয়েছেন। পাকিস্ত নের জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে তার দেশের সাধারণ মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবার জন্যও তিনি ভুট্টোকে অনুরোধ জানান। ভালুকা হাইস্কুল ময়দানে জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন। জনাব তাজউদ্দীন আহমেদ তার ভাষণে বলেন, প্রতিটি ক্ষেত্রেই আমাদের দেশকে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমেদ অপর একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেন, যুদ্ধ বিদ্ধস্ত বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে জনগণকে এগিয়ে আসতে হবে।৫১

রেফারেন্স: ১৩ জুন ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ