You dont have javascript enabled! Please enable it!

ভারতের কাছে যুদ্ধাপরাধীদের তালিকা পেশ করা হবে

বাংলাদেশের আইন ও সংসদ দফতরের মন্ত্রী ডক্টর কামাল হোসেন ভারত সরকারের কাছে যুদ্ধাপরাধীদের তালিকা পেশ করবেন বলে আশা করা যায়। এদের বাংলাদেশ সরকারের কাছে হস্তান্ত রের অনুরোধ জানানো হবে। রোববার ঢাকা থেকে এনা খবরটি দিয়েছে।
খসড়া শাসনতন্ত্র : আইন ও সংসদ দফতরের মন্ত্রী ডক্টর কামাল হোসেন আরও বলেছেন, গণপরিষদের আসন্ন অধিবেশন বসার কয়েকদিন আগে সরকারি গেজেটে নোটিফিকেশনে বিল আকারে খসড়া শাসনতন্ত্রটি প্রকাশ করা হবে। দশদিন ব্যাপী ভারত ও বৃটেন সফরে যাত্রার প্রাক্কালে রোববার ঢাকা বিমানবন্দরে তিনি বাসসের প্রতিনিধিকে একথা জানান। কোলকাতায় পৌছে আইনমন্ত্রী বর্তমান অবস্থা মোকাবেলার জন্য বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করার সম্ভবনা উড়িয়ে দেন বলে ইউএনআই খবর দিয়েছে।৪৬

রেফারেন্স: ১২ জুন ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!