You dont have javascript enabled! Please enable it!

ভারতের কাছে বাংলাদেশ প্রথম সমুদ্রগামী জাহাজ পেল

কোলকাতা। ভারতীয় শিপিং কর্পোরেশনের ১২ হাজার টনের জাহাজ এম ভি ‘বিশ্বপ্রেম’ আজ সকালে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের হাতে আনুষ্ঠানিকভাবে অর্পন করা হয়েছে। ভারতের শিপিং কর্পোরেশনের চেয়ারম্যান শ্রী সি পি শ্রীবাস্তব এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন এ বি এম রহমানের মধ্যে জাহাজ হস্তান্তরের দলিলটি সাক্ষরিত হয়েছে। কোলকাতা বন্দরের ডাকে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ১৭ জন কর্মকর্তা, ৩০ জন খালাসীসহ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন শামসুল আলম এই জাহাজটির দ্বায়িত্বভার বুঝে নেন। এখানে উল্লেখ্য যে, ‘বিশ্বপ্রেম’ যার এখন নামকরণ করা হয়েছে বাংলার দূত’ গত মুক্তি সংগ্রামে একটা বিশেষ ভূমিকা নিয়েছিল তাছাড়া এই বাংলার দূত’ জাহাজটি হচ্ছে বাংলাদেশের প্রথম সমুদ্রগামী জাহাজ। জাহাজ হস্তান্তরের সময় ক্যাপ্টেন রহমান আবেগজড়িত কণ্ঠে ভারতের সহযোগিতার কথা উল্লেখ করেন। আগামি দু-একদিনের মধ্যে জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে। ভারতের শিপিং কর্পোরেশনের চেয়ারম্যান শ্রীবাস্তব জানান যে, কর্পোরেশন শীগগিরই বাংলাদেশকে আরো একটি জাহাজ প্রদান করবে। বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণের জন্য বাংলাদেশ শিপিং কর্পোরেশন আগামি ১০ বছরের মধ্যে ৪৩টি আধুনিক জাহাজ সংগ্রহ করার পরিকল্পনা করেছেন বলে কর্পোরেশনের চেয়ারম্যান একথা বলেন। ইউএনআই প্রতিনিধিকে তিনি জানান, আগামি জুনের মধ্যে বাংলাদেশে শিপিং কর্পোরেশনের কমপক্ষে ৯টি জাহাজ এবং ৫ টি বাণিজ্যিক জাহাজের প্রয়োজন হবে। তিনি জানান ভারত ছাড়াও কয়েকটি বন্ধু দেশ থেকে জাহাজ সংগ্রহের জন্য কর্পোরেশন চেষ্টা চালাচ্ছে।৩৯

রেফারেন্স: ১০ জুন ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!