জুলাইতে গণপরিষদ অধিবেশনে বিল আকারে পেশ করা হবে
জুলাই মাসের আগে গণপরিষদের অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে না। জুলাই-এর প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে অধিবেশন বসবে বলে বিশস্তভাবে জানা গেছে। শাসনতন্ত্র প্রণয়নের কাজ ইতোমধ্যেই সমাপ্ত হয়েছে বলে জানা গেছে। কমিটি বিল আকারে ১০ জুনের মধ্যেই খসড়া শাসনতন্ত্রসহ তার রিপোর্ট পরিষদ সেক্রেটারিয়েটে পেশ করবে। ৩৫ জন সদস্য বিশিষ্ট উক্ত কমিটিকে ১০ জুনের মধ্যে বিল আকারে খসড়া শাসনতন্ত্রসহ রিপোর্ট পেশ করতে বলা হয়েছিল। গণপরিষদের পরবর্তী অধিবেশনের প্রথম দিনেই শাসনতন্ত্রের খসড়া বিল আকারে পরিষদে পেশ করা হবে। অন্যান্য সাব-কমিটিও তাদের রিপোর্ট এই দিনে পেশ করবেন। এ বছর কোনো বাজেটই পরিষদে পেশ করা হবেনা বলে জানা গেছে। কারণ আইনগত এরূপ কোনো বিধান নেই। দেশের জন্য একটি শাসনতন্ত্র প্রণয়নই হচ্ছে এই পরিষদের প্রধান কাজ। বাজেট তৈরি বা পাস করা এই পরিষদের এখতিয়ারে নেই। সরকার একটি বাজেট অথেনটিকেট করে নেবেন বলে জানা গেছে। কাজেই বাজেট অধিবেশন বলে কোনো কিছু হচ্ছে না।২৯
রেফারেন্স: ৮ জুন ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ