মুজিববাদ বাংলার মাটি থেকে গড়ে উঠেছে
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান গত বুধবার সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় ভাষণদানকালে বিধস্ত বাংলাকে গড়ে তোলার জন্য এবং মুজিববাদ প্রতিষ্ঠা করার জন্য বাংলার মানুষকে শপথ নেয়ার আহ্বান জানান। মুজিব বাদের ব্যাখ্যা করে তিনি বলেন, বাংলার মানুষের কল্যাণের জন্য বঙ্গবন্ধুর যে নীতি ও আদর্শ প্রচার করেছেন তারই নাম মুজিববাদ। মুজিববাদ বাংলার মাটি থেকেই গড়ে উঠেছে। জনাব জিল্লুর রহমান বলেন, ছয়-দফা দাবি প্রতিষ্ঠার জন্য বাংলার মানুষ ইস্পাত কঠিন শপথ নিয়ে পথে নেমে এসেছিলেন, বুকের রক্ত দিয়ে বাংলার মাটি ভিজিয়ে দিয়েছিলেন। ছয় দফা আন্দোলনের মাধ্যমে সেদিন স্বাধীনতা আন্দোলনেরই বহিঃপ্রকাশ ঘটেছিল, ছয় দফা দাবি তুলে ধরে বঙ্গবন্ধু সেদিন স্বাধীনতা সংগ্রামের সুচনা করেছিলেন। তিনি আরো বলেন, ১৯৬৬ সনে যখন ছয় দফা দাবি উত্থাপন করা হয় তখন থেকে একে নসাৎ করার জন্য কুচক্রীরা তৎপর হয়ে উঠেছিল। অনেক ষড়যন্ত্র করেছিল। এ আন্দোলনকে বানচাল করার জন্য সেদিন তারা অনেকেই কথা বলেছিল। কিন্তু তাদের সব চেষ্টাই সেদিন ব্যর্থ হয়ে গেছে। দেশ আজ স্বাধীন হয়েছে, কিন্তু সেদিনের সেই কুচক্রীরা আবার নতুন রূপে আত্মপ্রকাশ করেছে। দেশের মধ্যে আবার ষড়যন্ত্র চালাচ্ছে। এরা স্বাধীনতা আন্দোলনেও বিরোধীতা করেছিল, এখন আবার নানা রকম বিভ্রান্তি সৃষ্টির চেষ্টায় আছেন। আওয়ামী লীগ সম্পাদক তার ভাষণে আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা এসেছে একটি বিপ্লবের মধ্যে দিয়ে। এর জন্য অনেক রক্ত দিতে হয়েছে। দেশের সব কিছুই আজ ধ্বংস হয়ে গেছে। দেশ আজ শ্মশানে পরিণত হয়েছে। কাজেই এক জটিলতার মধ্যে দিয়েই আমাদের আজ অগ্রসর হতে হচ্ছে। এমনি এক অবস্থায় বঙ্গবন্ধু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশ পুনর্গঠিত করার জন্য, ধ্বংসস্তুপ থেকে আবার সোনার বাংলা গড়ার জন্য দেশ গড়ার কাজে দেশবাসীকেও আজ দৃঢ় শপথ গ্রহণ করতে হবে।৩০
রেফারেন্স: ৮ জুন ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ