You dont have javascript enabled! Please enable it!

সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ ভাষণ

আজ ঐতিহাসিক ৭ জুন। সংগ্রামী বাংলার ইতিহাসে দেশে এক রক্তভেজা দিন। ১৯৬৬ সালের এই দিনে সাড়া বাংলা উদ্বেল হয়েছিল গণবিক্ষোভে। আওয়ামী লীগের ৬-দফা ও বাংলার অগ্নিপুরুষ শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে। স্বৈরাচারী আইয়ুব-মোনায়েম সরকারের গুলিতে সেদিন শহীদ হয়েছেন বহু বাংলা মায়ের সন্তান। আহত হয়েছেন অগণিত সংগ্রামী কর্মী। গ্রেফতার করা হয়েছিল বহু আওয়ামী লীগ কর্মী, শ্রমিক, ছাত্র ও জনসাধারণকে। বাঙালি জাতি চিরদিন স্মরণ করবে ৭ জুনের শহীদদের আত্মদানকে। বাংলার সংগ্রামী চেতনাকে। সাড়াদেশ ব্যাপী আজ ৭ জুন পালন করা হচ্ছে। স্বাধীন বাংলায় ৭ জুন শহীদ দিবস পালন এবারই প্রথম। জনসভা, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠানের মাধ্যমে জাতি শ্রদ্ধা নিবেদন করবে ৭ জুনের শহীদদের প্রতি। ৭ জুন উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ব্যাংকগুলোতেও সকল প্রকার লেনদেন বন্ধ থাকবে। রাজধানী ঢাকায় ঐতিহাসিক ৭ জুন পালনের জন্যে আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ, ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন কেন্দ্র ন্যাপ (মোজাফফর), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। ৭ জুন উপলক্ষে আওয়ামী লীগ সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল জনসমাবেশের আয়োজন করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জনসভায় এক গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। সভার আগে সোহরাওয়ার্দী উদ্যানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। লাল বাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অভিবাদন জানান। এতে নেতৃত্ব করবেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও লাল বাহিনীর প্রধান জনাব আবদুল মান্নান। ৭ জুন স্মরণে আজ জাতীয় সংবাদপত্রগুলো বিশেষ সংখ্যা প্রকাশ করেন। বাংলাদেশ টেলিভিশণ কেন্দ্র থেকে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান শান্তিপ্রিয় ভাবে ৭ জুন পালনের আহ্বান দিয়েছেন। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জনাব সাইফুদ্দিন আহমদ মানিক-সভায় মিছিল ও অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭ জুন এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আহ্বান জানিয়েছেন। এছাড়া এই দিনে সরকারের প্রগতিশীল পদক্ষেপগুলোকে সঠিকভাবে কার্যকরী করে গণতন্ত্রের পথে অগ্রসর হবার শপথ গ্রহণের জন্য তিনি জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন।২৬

রেফারেন্স: ৭ জুন ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!