You dont have javascript enabled! Please enable it! 1972.06.06 | মার্কিন সাম্রাজ্যবাদের সাহায্যে সমাজতন্ত্র কায়েম করা যাবে না- তাজউদ্দীন আহমদ | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

মার্কিন সাম্রাজ্যবাদের সাহায্যে সমাজতন্ত্র কায়েম করা যাবে না- তাজউদ্দীন আহমদ

অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ মঙ্গলবার সন্ধ্যায় বলেছেন যে, সাম্রাজ্যবাদের সাহায্যে বাংলাদেশে কখনো সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। তিনি বলেন, সমাজতন্ত্রের দিকে অগ্রসর হওয়ার সময় সাম্রাজ্যবাদকে কোনো সুযোগ দেয়া জনসাধারণের উচিত হবে না। মার্কিন সহযোগিতা ও সাহায্য সম্পর্কে অর্থমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে জনসাধারণকে সতর্ক করে দেন। তিনি বলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর তথাকথিত বাণিজ্যের মাধ্যমে ভারতে ঘাটি গড়ে তুলেছিল। জনাব তাজউদ্দীন বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ ‘গম’ এবং সাহয্য দেয়ার নামে বাংলাদেশে নাক গলাবার চেষ্টা করবে। অর্থমন্ত্রী অভিমত প্রকাশ করে বলেন, প্রয়োজনের বন্ধুকে স্বীকার করার এখনই উপযুক্ত সময়। তিনি জগন্নাথ কলেজের এস আর হলে ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন।২৪

রেফারেন্স: ৬ জুন ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ