You dont have javascript enabled! Please enable it! 1972.06.05 | বৃদ্ধ প্রধানমন্ত্রীকে চেনেন না- চেনেন শেখ মুজিবকে | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

বৃদ্ধ প্রধানমন্ত্রীকে চেনেন না- চেনেন শেখ মুজিবকে

শেখ মুজিবুর রহমান বাংলাদেশের একটি প্রিয় নাম। গ্রাম-বাংলার মানুষ তাকে এই নামেই ডাকে, এই নামেই চেনে। তিনি জাতির পিতা কিংবা প্রধানমন্ত্রী তাদের কাছে তার এই পরিচয়ই বড় নয়। তাদের কাছে তিনি ‘মুজিব ভাই’ কিংবা ‘শেখ মুজিব’। বুধবার শেখ সাহেব যখন জনসভায় বক্তৃতা করছিলেন, তখন এক বৃদ্ধ আমাদের একজন স্টাফ রিপোর্টারকে জিজ্ঞেস করেন, ‘প্যারাইম মিনিষ্টার কোন জন?’ রিপোর্টারকে বলেন, ‘এই যে বক্তৃতা দিচ্ছেন।‘ বৃদ্ধ বলল ‘দূর এ তো আমাগো শেখ মুজিব।‘ বৃদ্ধের নাম হাসান আলী। বয়স সত্তরের কাছাকাছি। বাড়ি সাভার। তিনি এসেছিলেন প্যারাইম মিনিস্টারকে দেখতে। তিনি তাকে চেনেন না। তিনি চেনেন ‘শেখ মুজিবকে’।২১

রেফারেন্স: ৫ জুন ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ