You dont have javascript enabled! Please enable it!

বঙ্গবন্ধুকে জয় বাংলা ও স্বেচছাসেবক বাহিনীর অভিবাদন

বুধবার বাংলাদেশ ছাত্রলীগের (রব-সিরাজ) পক্ষ থেকে ‘ জয় বাংলা বাহিনী গণভবনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কুচকাওয়াজের মাধ্যমে অভিবাদন জ্ঞাপন করে। ঐতিহাসিক ৭ জুন উপলক্ষে গৃহীত কর্মসূচি অনুসারে ভোরে ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭.৩০ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জয় বাংলা বাহিনীর সদস্য/সদস্যারা বঙ্গবন্ধুর নেতৃত্ব শ্রেণি সংগ্রামকে ত্বরান্বিত করে সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার শপথ গ্রহণ করে। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন ‘ডাকসুর বিদায়ী সহ-সভাপতি জনাব জনাব আ স ম আব্দুর রব। শপথ শেষে জয় বাংলা বাহিনী ছাত্রলীগের কার্যকরী সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ ও আ. স. ম. আব্দুর রবের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জয় বাংলা বাহিনীর পক্ষ থেকে জনাব রব ও জনাব সিরাজ বঙ্গবন্ধুকে জয় বাংলা বাহিনীর একটি টুপি ও ‘আমরা লড়ছি সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য লেখা সম্বলিত একখানা পতাকা উপহার দেন।
স্বেচ্ছাসেবক বাহিনী : বাংলাদেশ ছাত্রলীগের (সিদ্দিকী মাখন) স্বেচ্ছাসেবক বাহিনী ৭ জুন পালন উপলক্ষে গণভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অভিবাদন জ্ঞাপন করেন। পূর্বাহ্নে শহরের বিভিন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র-ছাত্রীরা আগামি দিনে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুজিববাদ’ প্রতিষ্ঠার দঢ় শপথ গ্রহণ করে। স্বেচ্ছাসেবক বাহিনীর গার্ড অব অনার পরিদর্শনকালে জনাব নুরে আলম সিদ্দিক বঙ্গবন্ধুকে স্বেচ্ছাসেবকের একটি টুপি পরিয়ে দেন। স্বেচ্ছাসেবক বাহিনীর কমান্ডার বঙ্গবন্ধুকে একটা পতাকাও উপহার দেন। স্বেচ্ছাসেবক বাহিনীর সালাম গ্রহণের সময় বঙ্গবন্ধুর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের রাজস্বমন্ত্রী জনাব আব্দুর রব সেরনিয়াবত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও লাল বাহিনীর প্রধান জনাব আব্দুল মান্নান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তোফায়েল আহমেদ প্রমুখ।

রেফারেন্স: ৫ জুন ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!