You dont have javascript enabled! Please enable it! 1972.06.04 | জনগণের মুখে হাসি ফোটানোর জন্য আমরা কঠোর পরিশ্রম করব- বঙ্গবন্ধু | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

জনগণের মুখে হাসি ফোটানোর জন্য আমরা কঠোর পরিশ্রম করব- বঙ্গবন্ধু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধ্বংসস্তুপের ওপর সোনার বাংলা গড়ে তোলার জন্য জনগণের প্রতি কঠোর পরিশ্রম করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যে, বর্বর পাকিস্তানবাহিনী বাংলাদেশকে ধ্বংসস্তুপে পরিণত করেছে। বাসস’র খবরে প্রকাশ, আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় গণ মুক্তিদল ও মি: জনস্টোন হাউস-এর সম্মানে আয়োজিত এক সম্বর্ধনা সভায় ভাষণ দানকালে বঙ্গবন্ধু বলেন যে, আমাদের স্বাধীনতার বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে। উল্লেখ্য যে জাতীয় গণ মুক্তিদল আওয়ামী লীগের সাথে সংযুক্ত হয়েছে। তিনি বলেন, যারা অশেষ দুঃখ কষ্ট ভোগ করছে তাদের মুখে পুনরায় হাসি ফোটানোর জন্য আমরা অবশ্যই কঠোর পরিশ্রম করবো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে ভাষণ দেন বৃটিশ এমপি মি. জনস্টোন হাউস, গণ মুক্তিদলের শ্রী মনিন্দ্র নাথ ভট্টাচার্য ও জনাব আব্দুর রাজ্জাক এমসিএ। বঙ্গবন্ধু আমাদের কষ্টার্জিত স্বাধীনতার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নস্যাৎ করার জন্যে জনগণের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই ৪টি রাষ্ট্রীয় নীতির ভিত্তিতে দেশ গঠনের কথা পুনরুল্লেখ করেন। এর আগে বঙ্গবন্ধু জন স্টোন হাউসের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন যে, বাংলাদেশে পাকিস্তানবাহিনীর নৃশংসতার চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরে তিনি বাংলাদেশের নির্যাতিত জনগণের স্বার্থকে নির্ভীকভাবে সমুন্নত রেখেছেন। সভাপতির ভাষণে জনাব জিল্লুর রহমান বলেন যে, কর্মসূচিগত মিলের জন্যই গণমুক্তিদল আওয়ামী লীগের সাথে সংযুক্ত হয়েছে।
স্টোন হাউস : মি. স্টোন হাউস তার ভাষণে বাংলাদেশের জনগণের প্রতি কঠোর পরিশ্রম ও বাংলাদেশের অর্থনীতিকে যারা খাটো করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সংগ্রাম করার আহ্বান জানান। তিনি স্বাধীনতা-উত্তর জার্মানির সাথে তুলনা করে বলেন যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘদিন যাবৎ জার্মানির কোনো মুদ্রা ছিল না এবং জনগণ অনাহারে থেকেছে। তিনি জনগণের প্রতি সোনার বাংলা গড়ার জন্য বঙ্গবন্ধুর প্রতি আন্তরিক সমর্থন দানের আহ্বান জানান। শ্ৰী মনীন্দ্র নাথ তার ভাষণে বলেন যে আওয়ামী লীগের আদর্শের সঙ্গে তাদের কোনো পার্থক্য নেই বলেই তাদের কাছে একটি স্বতন্ত্র দলের অস্তিত্ব রাখা নিরর্থক হয়ে পড়েছে। সভাশেষে একটি মিছিল বের করা হয়।১৫

রেফারেন্স: ৪ জুন ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ