You dont have javascript enabled! Please enable it!

বঙ্গবন্ধু ৭ জুন লাল বাহিনীর অভিবাদন গ্রহণ করবেন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগামি ৭ জুন সকাল ১০ টায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শ্রমিক লীগের লাল বাহিনীর অভিবাদন গ্রহণ করবেন। জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও লাল বাহিনীর প্রধান জনাব আব্দুল মান্নান এমসিএ শুক্রবার এ কথা জানিয়েছেন। ৭ জুন অনুষ্ঠান উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাল বাহিনীর যেসব সদস্য ঢাকা আসবেন শ্রমিক লীগ তাদের থাকার ব্যবস্থা করেছেন। ঢাকায় অবস্থানের ব্যয়ভার সদস্যদের নিজ নিজ ইউনিটকেই বহন করতে হবে।
৭ জুনের কর্মসূচী : সকাল ৮টায় শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে লাল বাহিনী সদস্যদের স্থান গ্রহণ। সকাল ৯ টায় মহরা। সকাল ১০ টায় বঙ্গবন্ধুকে অভিবাদন। সকাল ১১টায় ঢাকার রাজপথ প্রদক্ষিণ। বিকেল ৩ টায় বঙ্গবন্ধুর জনসভায় যোগদান। ৭ জুনের কর্মসূচির প্রস্তুতির জন্য যে কর্মসূচি নেওয়া হয়েছে তাতে আছে- ৫ জুন বিকাল ৫ টায় ঢাকা শহর লাল বাহিনী সদস্যদের পল্টন ময়দানে জমায়েত ও জমায়েত শেষে রাজপথ প্রদক্ষিণ। ৬ জুন ঢাকা শহর ও পার্শ্ববর্তী অঞ্চলে লাল বাহিনী সদস্যদের নিজ নিজ এলাকায় কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।৮

রেফারেন্স: ২ জুন ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!