You dont have javascript enabled! Please enable it! 1972.06.02 | ইন্দিরা-ভুট্টো বৈঠক বাংলাদেশের স্বীকৃতির পথ প্রশস্ত করবে | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

ইন্দিরা-ভুট্টো বৈঠক বাংলাদেশের স্বীকৃতির পথ প্রশস্ত করবে

কুয়ালালামপুর। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব আবদুস সামাদ এই মাসের দিকে দিল্লিতে যে পাকিস্ত নি-ভারত শীর্ষ বৈঠক বসছে তার ফলে বাংলাদেশকে স্বীকৃতি দানের পথ প্রশস্ত হবে বলে আশা প্রকাশ করেছেন। মালয়েশিয়ার ৪ দিনব্যাপী সরকারি সফরের উদ্দেশ্যে আজ এখানে পৌছে জনাব সামাদ সাংবাদিকদের বলেন, “আমরা আশা করি এই প্রশ্নের উপরে বিশ্ব জনমতের গতি কোনদিকে প্রেসিডেন্ট ভুট্টো তা দেখবেন। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ পাকিস্তান সহ সকল দেশের সাথে শান্তিতে বাস করতে চায়। এক প্রশ্নের উত্তরে জনাব সামাদ বলেন, পাকিস্তান-ভারত বৈঠকের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিত থাকার কোনো আভাস পাওয়া যায়নি। তিনি বলেন, বাংলাদেশ সরকার পাকিস্তানি যুদ্ধাপরাধীদের শাস্তি দিতে সংকল্পবদ্ধ। এরা শুধু মাত্র মানবজাতির বিরুদ্ধেই নয়, ইসলামের বিরুদ্ধেও জঘন্য অপরাধ করেছেন। যুদ্ধাপরাধীদের বিচারের সিদ্ধান্ত থেকে কেউ আমাদের সরাতে পারবে না। মুসলিম রাষ্ট্রের মধ্যে মালয়েশিয়া কর্তৃক বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান প্রসঙ্গ উল্লেখ করে জনাব সামাদ বলেন, ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য আমি মালয়েশিয়ার সরকারকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই। এখানে অবস্থানকালে পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সদস্য ও সরকারি কর্মচারীদের সাথে আলোচনা করবেন। উল্লেখ্য, মালয়েশিয়া ইতোমধ্যে বাংলাদেশকে অর্থনৈতিক ও কারিগরি সাহায্য দানের প্রস্তাব দিয়েছেন। এই ব্যাপারে জনাব সামাদ চূড়ান্ত করবেন বলে জানা গেছে। ইতোপূর্বে ঢাকা ত্যাগের প্রাক্কালে জনাব সামাদ বলেন, মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতা প্রতিষ্ঠার ক্ষেত্রে মালয়েশিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন।৬

রেফারেন্স: ২ জুন ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ