You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের ৩৫ হাজার বৌদ্ধের ভারত ও ব্রহ্মে আশ্রয় গ্রহণ

 শিলং অফিস ২৩ জুলাই-বাংলাদেশের চট্টগ্রামের দক্ষিণ দিক থেকে প্রায় কুড়ি হাজার বৌদ্ধধর্মাবলম্বী আতঙ্কে পালিয়ে এসে দক্ষিণ ব্রহ্মের আরাকান পর্বতে আশ্রয় নিয়েছেন। ব্রহ্মনিবাসী শ্রীইন্দ্র রায় নামে জনৈক বৌদ্ধ আসামের বৌদ্ধ পুরােহিত প্রধান শ্রীজিনারতন মহাথেরাকে জানান, চট্টগ্রামে পাক সেনারা লুঠতরাজ, নারীধর্ষণ ও বৌদ্ধমন্দির ধ্বংস করছে। |প্রায় কুড়ি হাজার বামং, বড়ুয়া ও মগ বৌদ্ধ আরাকান পর্বতে আশ্রয় নিয়েছেন এবং প্রায় পনের হাজার বৌদ্ধ আসামের মিজো এলাকায় আশ্রয় নিয়েছেন। সামরিক কর্তৃপক্ষ চাকমা জাতি প্রধান ও প্রাদেশিক সভার নির্দল সদস্য শ্ৰীত্রিদিব রায়কে চাকমাদের স্বতন্ত্র রাজ্যের প্রলােভনে ভুলিয়ে স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে সামরিক তৎপরতা সমর্থন করান।

২৪ জুলাই ‘৭১

Reference: ২৪ জুলাই ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা