You dont have javascript enabled! Please enable it! 1972.06.01 | মুনাফাখোর, দালাল ও চক্রান্তকারীদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর কঠোর হুঁশিয়ারি | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

মুনাফাখোর, দালাল ও চক্রান্তকারীদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর কঠোর হুঁশিয়ারি

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৃহস্পতিবার বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রকে মোকাবেলা করা হবে। তিনি বলেন, দ্রবেশী কিছু লোক স্বাধীনতা সংগ্রামে যাদের কোনো অবদান আছে বলে আমাদের জানা নেই-তারা আজ পরিস্থিতির সুযোগ নিয়ে মাথা তুলে দাঁড়িয়েছে। দুনিয়ার কাছে আমাদের হেয় করার জন্যে যারা অপপ্রচার চালাচ্ছে, তারাই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, এদেরকে কীভাবে মোকাবেলা করতে হয় তা আমাদের জানা আছে। আমরা যদি আইয়ুব-ইয়াহিয়াকে মোকাবিলা করে থাকতে পারি তবে এদেরকেও মোকাবেলা করতে পারবো। বঙ্গবন্ধু গতকাল সন্ধ্যায় কারিগরি মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত মানিক মিয়া স্মৃতি সভায় বক্তৃতা করছিলেন। চোরাকারবারী, মুনাফাখোর, দালাল ও সমাজ বিরোধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে দ্বিধা করা হবে না। বঙ্গবন্ধু বলেন, বাংলাদেশ টিকে থাকার জন্যই এসেছে। বিশ্বের মানচিত্রে বাংলাদেশের যে নাম অঙ্কিত হয়েছে তা চির স্থায়ী। ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, বাংলার স্বাধীনতাকে কিছুতেই নস্যাৎ করা যাবে না।১

রেফারেন্স: ১ জুন ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ