You dont have javascript enabled! Please enable it!

আজ নতুন পাঁচ ও দশ টাকার নোট ছাড়া হচ্ছে

আজ শুক্রবার নতুন ধরনের দশ টাকার নোট বাজারে ছাড়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়া অফিসের মাধ্যমে এই নোট ছাড়া হবে। বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা ঘোষণা করা হয়। নোটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, পাট ক্ষেত, পালতোলা নৌকা, জেলে-নৌকাসহ বাংলাদেশের গ্রামীণ চিত্র রয়াল বেঙ্গল টাইগারের মাথার জলছাপ এবং নোটের ডান দিকে লম্বালম্বিভাবে প্রামান্য সুতা (সিকিউরিটি থ্রেড) রয়েছে।
পাঁচ টাকার নোট : বাংলাদেশ ব্যাংক আজ পাঁচ টাকার নোটও বাজারে ছাড়ছে। ব্যাংকের ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়া অফিসের মাধ্যমে এই নোট ছাড়া হচ্ছে। একাধিক রংয়ের আঁশযুক্ত কাগজে এই নোট ছাপা হয়েছে। এতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ডান দিকে লম্বালম্বি প্রামান্য সুতা রয়েছে।৩

রেফারেন্স: ১ জুন ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!