You dont have javascript enabled! Please enable it! 1971.12.03 | বিভিন্ন রণাঙ্গনে পাকবাহিনীর লোটাকম্বল গুটানাে শুরু - সংগ্রামের নোটবুক

বিভিন্ন রণাঙ্গনে পাকবাহিনীর ললাটাকম্বল গুটানাে শুরু

মুক্তিবাহিনীর মারের চোটে বিভিন্ন এলাকা থেকে পাকবাহিনীর লােটাকম্বল গুটানাের সংবাদ পাওয়া যাচ্ছে। বিভিন্ন রণাঙ্গনে একের পর এক পাকবাহিনীর ঘাঁটিগুলির পতন ঘটে চলেছে। খানসেনারা মুক্তিযােদ্ধাদের বহুমুখী আক্রমণের সম্মুখে পর্যন্ত হয়ে একের পর এক এলাকা ছেড়ে পিছু হটতে বাধ্য হচ্ছে। যশোের রণাঙ্গনে মুক্তিযােদ্ধাদের অগ্রাভিযান অব্যাহত রয়েছে। তারা যশাের শহরে শত্রু শিবিরের উপর অবিরাম গােলাবর্ষণ করে চলেছে। মুক্তিবাহিনীর দুর্বার অভিযানে দিনাজপুরের পচাগড় শহরটি তাদের পূর্ণ দখলে আসে। ময়মনসিংহ রণাঙ্গনে কয়েকদিন তুমুল সংঘর্ষের পর আমাদের মুক্তিযােদ্ধারা শত্রুসেনাদের শক্তিশালী ঘাটি কামালপুর দখল করে নিয়েছে। হানাদারবাহিনী বিপুল হতাহত ও ক্ষয়ক্ষতি স্বীকার করে পিছু হটছে আর মুক্তিবাহিনী দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। রংপুর ও দিনাজপুরে মুক্তিবাহিনী ২৫০০ বর্গমাইল এলাকা মুক্ত করে নিয়েছে। রংপুর জেলার আর একটি শহর মুক্তিবাহিনীর দখলে এসেছে। সিলেট জেলার সমশেরনগর বিমান ঘাঁটিটি মুক্তিবাহিনী অবরােধ করে রেখেছে। সেখানে মুক্তিযােদ্ধাদের প্রবল আক্রমণ অব্যাহত রয়েছে। বালুরঘাটে তুমুল যুদ্ধ চলছে। অপর এক সংঘর্ষে মুক্তিবাহিনী সুনামগঞ্জের তাহেরপুর এলাকা মুক্ত করে নিয়েছে। নােয়াখালী রণাঙ্গনে মুক্তিযােদ্ধাদের অগ্রাভিযান অব্যাহত রয়েছে। তারা শত্রুসেনাদেরকে কোণঠাসা করে ফেনী শহরটি অবরােধ করে রেখেছে। ফেনী শহর দখল করার জন্য মুক্তিযােদ্ধারা হানাদারবাহিনীর উপর প্রবল আক্রমণ চালিয়ে যাচ্ছে। সেখানে এখন তুমুল সংঘর্ষ চলছে। সংবাদে আরাে প্রকাশ যে, বাংলাদেশের অধিকৃত অঞ্চলের বিভিন্ন থানা হইতে পাকসেনারা ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পালিয়ে যাচ্ছে এবং বাঙলাদেশ ছেড়ে চলে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছে।

বাংলাদেশ (৪): ১ : ৬

৩ ডিসেম্বর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯