You dont have javascript enabled! Please enable it! 1972.05.29 | দেশের বর্তমান জরুরি সমস্যাবলী মোকাবিলায় সকল পর্যায়ে ত্রি-দলীয় জাতীয় কমিটি গঠন | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

দেশের বর্তমান জরুরি সমস্যাবলী মোকাবিলায় সকল পর্যায়ে ত্রি-দলীয় জাতীয় কমিটি গঠন

দেশ বর্তমানে যে জরুরি সমস্যার সম্মুখীন হয়েছে, তা মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি (মোজাফফর গ্রুপ) ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মিলে তিন পার্টির একটি জাতীয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার রাতে ওয়াকিফহাল মহল সূত্রে এই খবর জানা যায়। এনা পরিবেশিত এ খবরে প্রকাশ, তিন পার্টির জাতীয় কমিটি গঠনের সঠিক তারিখ নির্ধারণ না হলেও ন্যাপ ও কমিউনিস্ট পার্টির ঘনিষ্ট মহল সূত্রে বলা হয়, শীগগিরই সকল পর্যায়ে কমিটি গঠিত হতে পারে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের সাথে সোমবার বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রধান কমরেড মণি সিং, জেনারেল সেক্রেটারি কমরেড আব্দুস সালাম ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ প্রায় ৯০ মিনিটকাল বৈঠক করেন। দেশে বর্তমানে যেসব তীব্র সমস্যার জন্য নিজেদের মধ্যে সার্বিক সহযোগিতার সম্ভাবনা সম্পর্কে দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতারা আলোচনা করেন বলে প্রকাশ। সম্মেলন কক্ষ হতে বেরিয়ে এসে সহাস্যে অধ্যাপক মোজাফফর অপেক্ষমান সাংবাদিকদের বলেন, আমরা সকল স্তরে সরকারের সাথে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেন, মন্ত্রী সভার স্তর ছাড়া সকল স্তরেই আমরা সরকারকে সমর্থন দেব। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান জাতীয় সরকারে যোগদানের আমন্ত্রণ জানালে ন্যাপ ও কমিউনিস্ট পার্টি তাতে যোগদান করবে কি না জিজ্ঞাসা করা হলে অধ্যাপক মোজাফফর আহমদ বলেন, এ বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। পরে টেলিফোনে অধ্যাপক মোজাফফর আহমদ জানালেন যে দুর্নীতি, চোরাচালানী, মজুতদারী, কালোবাজারী, মুনাফাখোরী ও কায়েমী স্বার্থবাদীদের অপরাপর গণবিরোধী তৎপরতায় সৃষ্ট সমস্যাবলী মোকাবেলায় তিনটি রাজনৈতিক দল মন্ত্রী সভার পর্যায় ছাড়া অপর সকল পর্যায়ে পরস্পরের সাথে সহযোগিতা করবে। তবে তিনি আরো জানান, দেশে আইন শৃঙ্খলা রক্ষায়ও আমরা পরস্পরের সাথে সহযোগিতা করব। জাতীয় সমস্যাবলী সমাধানের কাজে পরস্পরের সহযোগিতার বৈশিষ্ট্য ও পরিধি সম্পর্কেও তিন দলের নেতৃবৃন্দ আলোচনা করেন বলে তিনি জানান। সোমবার বিকেলে গণভবনে তিন দলের নেতৃবৃন্দের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাসস’র খবরে বলা হয়, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের আলোচনাকালে অধ্যাপক মোজাফফর আহমদ বলেন, দুর্নীতি, জিনিসপত্রের অগ্নি মূল্য ও এ ধরনের অপরাপর বিষয়ে তারা আলোচনা করেছেন।৯৭

রেফারেন্স: ২৯ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ