নতুন নোটে সবই বাংলায় লেখা থাকবে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আগামিতে যেসব নোট বাজারে ছাড়বেন সে সমস্ত কারেন্সি নোটে পুরোপুরি বাংলাদেশ ব্যবহার করার এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে। জানা গেছে আগামি কিছু দিনের মধ্যেই সরকার নতুন কারেন্সি নোট চালু করবে। তাতে ইংরেজীতে টাকার অঙ্ক ছাড়া বাকি সবই বাংলায় লেখা হবে। উল্লেখ করা যেতে পারে যে, গত মার্চ মাসে বাংলাদেশ সরকার যখন প্রথম ১০০ টাকা এবং এক টাকার কারেন্সী নোট বাজারে ছাড়ে তখন উৎসাহে জনগণ ফেটে পড়েছিল। প্রতি ব্যাংকের দরজায় ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইন দিয়ে তারা এসব নোট সংগ্রহ করেছিল। পরবর্তী সময়ে দেশের মধ্যে চালু এসব কারেন্সী নোট বিশ্লেষণ করে জনগণ কোনো কোনো দিক থেকে কিছু কিছু ত্রুটির উল্লেখ করেন। এসব ত্রুটির মধ্যে প্রথমত নোটের ক্রমিক নম্বর বাংলাতে না লিখে ইংরেজিতে লেখা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব হামিদুল্লাহর সাক্ষরে ইংরেজি এ এন শব্দ দুটো সম্পর্কেও অনেকে আপত্তি তুলেছেন। বাংলাদেশের কারেন্সী নোট সম্পর্কে জনসাধারণের মনোভাব অনুধাবন করে বাংলাদেশ সরকার কারেন্সি নোটের এই সবক্রটি দূরীকরণে সচেষ্ট হন। অবশেষে লন্ডনের মুদ্রণ যন্ত্রের বোর্ডে বাংলা নম্বর বসাবার ব্যবস্থা করে সরকার বাংলাতে নোট ছাপাবার ব্যবস্থা করে। এবারের নোটে গভর্নর জনাব হামিদুল্লাহর নামের পূর্বে এ এন শব্দ দুটিকে পরিবর্তীতে করে আ ন শব্দ দুটি বসানো হয়েছে। আগামিতে যে নোট বাজারে ছাড়া হবে সেসব কারেন্সি নোটে সমস্ত কিছুই বাংলায় ছাপাবার ব্যবস্থা করা হয়েছে। কেবলমাত্র ওয়ার্ল্ড মানি মার্কেটের জন্য একটি মাত্র ইংরেজি অংক রাখার ব্যবস্থা করা হয়েছে।৯৪
রেফারেন্স: ২৭ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ