গভর্ণর মালিক আহত
ঈদের দিন ঢাকায় প্রচণ্ড বােমা বিস্ফোরণ বাঙলাদেশের দখলকৃত এলাকায় এবার অনারম্বর পরিবেশে ঈদ-উৎসব পালিত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। ঢাকায় কড়া সামরিক প্রহরাধীনে আউটার স্টেডিয়ামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এই জামাতে প্রতি বৎসর প্রচুর জনসাধারণ ঈদের নামাজ আদায় করতাে। কিন্তু এ বছর বাঙলাদেশের বিশৃঙ্খল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কয়েক সহস্র সামরিক বাহিনীর জোয়ানদের কঠোর নিয়ন্ত্রণাধীনে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। তথাকথিত পূর্ব পাকিস্তানের গভর্ণর ডা: আবদুল মােত্তালিব মালিক এই নামাজে শরীক হয়েছিলেন। | গভর্ণর মালিক ঈদের নামাজ আদায় করে যখন ফটক দিয়ে বের হয়ে গভর্ণর হাউসের দিকে অগ্রসর হচ্ছিলেন ঠিক সেই সময় প্রচণ্ড বােমা বিস্ফোরণের ফলে গভর্ণরের সফর নিয়ন্ত্রণকারী পাইলট গাড়ীটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে ঢাকা থেকে প্রাপ্ত খবর জানা গিয়েছে। এই বােমা বিস্ফোরণের ফলে গভর্ণর মালিক সামান্য আহত হয়েছে বলেও খবরে উল্লেখ এবং বর্তমানে তিনি চিকিৎসার জন্য পঃ পাকিস্তানে অবস্থান করছেন। | ডা, মালিক ইয়াহিয়ার এজেন্ট নিযুক্ত হয়ে ঢাকায় আসার পর দুই বার মুক্তিযােদ্ধাদের হাত থেকে অল্পের জন্য জীবন বাঁচাতে সক্ষম হলেন। মুক্তিবাহিনীর বীরযােদ্ধারা সে সত্ত্বেও ইয়াহিয়ার পদলেহী কুত্তার দলকে শায়েস্তা করার জন্য সদা জাগ্রত।
রণাঙ্গন (২)
২ ডিসেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯